www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দাও কিছু দাও

দাও কিছু দাও
অাঃ কাদির মিয়া
----------------------
দাও কিছু দাও দয়ার হাতে
দেশ দরদি ও,ভাই।
ফুলকুঁড়ি সেই বাগের হাটের
আব্দুল্লার বাঁচায়।

ডিসেম্বরের দুই তারিখে প্রথম অালো মেলে,
দেখি, মৃত্যু মুসি এই শিশুটি-
মরন খেলা খেলে।

ওরা দেশের বুকের রতন-
খুশির মানিক হেসে।
দঃখ জীবনের সন্ধাখানি-
তুলবে আলোয় ভেসে।

যদি, একটু খানি চোখ বুজিয়া-
মনের চোখে দেখি।
আব্দুল্লা সে আমার খোকা-
যে মায়ের সে দুঃখি।

অাজ বাবার কান্না, মায়ের রোদন-
না সহিতে পেরে।
অামার কলম ডাকছে ও, ভাই-
দাওনা কিছু ওরে।

মানুষ মোরা সৃষ্টি সেরা-
অধম কবি বলে।
কিসের তরে ঐ সে দলিল-
নিজেকে পরের তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast