হে স্বাধীনতা
হে স্বাধীনতা
আঃ কাদির মিয়া
---------------------
হে স্বাধীনতা -
তুমি সত্য নির্মল ঝল মলে,
বঙ্গ বন্ধুর স্মৃতি কথা।
দিয়ে ছিলো ডাক জাতীর মুক্তির তরে,
তার দানবী হুংকার বুকের,
বজ্র প্রবল অাবেগ তির ধনুকের-
অগ্নি স্পর্শ শত গর্জনে-
গিয়েছিলো ভেসে,
দাবির তুখর বিধ্বংসী ঝর তুলে-
বিশ্ব দোরে।
তার কম্পন ধ্বনিতে উঠেছিলো-
এই বাংলার উদার দীপ্ত নিরস্ত্র,
জনতার হাতে।
এই মাটিতে জন্ম সেই বর্বর-
প্রতি হত প্রতিবাদী বঙ্গ হাতিয়ার,
বাশেঁর লাঠি।
যার শক্তিতে মুক্তির ছিলো -
অসি অাহ্বান।
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম -
এবারের সংগ্রাম, স্বধীনতার সংগ্রাম
হে স্বাধীনতা -
তুমি সত্য নির্মল ঝলমলে,
বঙ্গ বন্ধুর স্মৃতি কথা।
আঃ কাদির মিয়া
---------------------
হে স্বাধীনতা -
তুমি সত্য নির্মল ঝল মলে,
বঙ্গ বন্ধুর স্মৃতি কথা।
দিয়ে ছিলো ডাক জাতীর মুক্তির তরে,
তার দানবী হুংকার বুকের,
বজ্র প্রবল অাবেগ তির ধনুকের-
অগ্নি স্পর্শ শত গর্জনে-
গিয়েছিলো ভেসে,
দাবির তুখর বিধ্বংসী ঝর তুলে-
বিশ্ব দোরে।
তার কম্পন ধ্বনিতে উঠেছিলো-
এই বাংলার উদার দীপ্ত নিরস্ত্র,
জনতার হাতে।
এই মাটিতে জন্ম সেই বর্বর-
প্রতি হত প্রতিবাদী বঙ্গ হাতিয়ার,
বাশেঁর লাঠি।
যার শক্তিতে মুক্তির ছিলো -
অসি অাহ্বান।
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম -
এবারের সংগ্রাম, স্বধীনতার সংগ্রাম
হে স্বাধীনতা -
তুমি সত্য নির্মল ঝলমলে,
বঙ্গ বন্ধুর স্মৃতি কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০১/২০২৪দারুণ
-
দীপক কুমার সরকার ০২/১২/২০১৮খুব ভালো লেগেছে। অনেক দিন পর দেশ-ভাবনায় কবিতা পড়লাম।
-
মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮অনন্য লিখন।
-
আশা মনি ০২/১২/২০১৮সংগ্রামি কবিতা!