নীল তিমি
নীল তিমি
আঃ কাদির মিয়া
------------------------
ডাকলে কবর মগজ ধরে,
পাতলে এ কোন খেল।
অামি ধরবো তোমার টুটি চেপে,
অার পাবেনা বেইল।
বুঝ খানি যার শিশুর মত,
তেমনি অবুঝ মনে।
তুমি যাও মিশিয়া নেশার স্রোতে,
অংক কষা খুনে।
অামরা মানুষ বিশ্ব বিবেক,
নীল তিমিটা ধরে।
এবার কবর দেব মুষ্টি চাপা,
অঙ্গুলি টিপ মেরে।
ঐ উঠেছে পূ্ব দিকে সুর,
উষার দিঘল লয়ে।
বজ্র প্রবল খঞ্জরে হাত,
পশ্চিমে যায় ধেয়ে।
পালাও না অার, পালা,পালা,
শেষ হলো তোর খেইল
অামি ধরব যে তোর টুটি চেপে,
অার পাবি না বেইল (সময়)
আঃ কাদির মিয়া
------------------------
ডাকলে কবর মগজ ধরে,
পাতলে এ কোন খেল।
অামি ধরবো তোমার টুটি চেপে,
অার পাবেনা বেইল।
বুঝ খানি যার শিশুর মত,
তেমনি অবুঝ মনে।
তুমি যাও মিশিয়া নেশার স্রোতে,
অংক কষা খুনে।
অামরা মানুষ বিশ্ব বিবেক,
নীল তিমিটা ধরে।
এবার কবর দেব মুষ্টি চাপা,
অঙ্গুলি টিপ মেরে।
ঐ উঠেছে পূ্ব দিকে সুর,
উষার দিঘল লয়ে।
বজ্র প্রবল খঞ্জরে হাত,
পশ্চিমে যায় ধেয়ে।
পালাও না অার, পালা,পালা,
শেষ হলো তোর খেইল
অামি ধরব যে তোর টুটি চেপে,
অার পাবি না বেইল (সময়)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০১/২০২৪সুন্দর
-
মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮অপূর্ব
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১২/২০১৮ওয়াও