ঐ ছুটেছে বঙ্গ তরী
ঐ ছুটেছে বঙ্গ তরী
অাঃ কাদির মিয়া
----------------------
ঐ ছুটেছে বঙ্গ তরী,
জাতীর বন্ধুর স্বপ্ন ভরি।
পত পতিয়া উড়ছে পালের,
উড়ায় ধরা হাল।
শেখের বেটি নেংটি কষে,
অাচল রশি কোমর পেচে।
বিশ্ব মাঝির খেতাবে ঘরে,
সোনার দেশ বাংলা।
অায় সুরুজের পূব জনেরা
সব লইয়ে চার দিক জিগিরা
দেশের মানে পল্লি বাউল,
মন খুলে সব গাই-ও।
অায় ধরি সব হাতের মুঠে,
গলুক ছইয়া নাক্কি টাকে।
ময়ূর পঙ্খি সাজে ভাসাই,
দেই ঠেলা দেই হেঁইয়ো।
অাঃ কাদির মিয়া
----------------------
ঐ ছুটেছে বঙ্গ তরী,
জাতীর বন্ধুর স্বপ্ন ভরি।
পত পতিয়া উড়ছে পালের,
উড়ায় ধরা হাল।
শেখের বেটি নেংটি কষে,
অাচল রশি কোমর পেচে।
বিশ্ব মাঝির খেতাবে ঘরে,
সোনার দেশ বাংলা।
অায় সুরুজের পূব জনেরা
সব লইয়ে চার দিক জিগিরা
দেশের মানে পল্লি বাউল,
মন খুলে সব গাই-ও।
অায় ধরি সব হাতের মুঠে,
গলুক ছইয়া নাক্কি টাকে।
ময়ূর পঙ্খি সাজে ভাসাই,
দেই ঠেলা দেই হেঁইয়ো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৯/২০২৪ভাল
-
মুন্সি আব্দুল কাদির ০১/১২/২০১৮ভাল লিখেছেন কবি l
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/১১/২০১৮অসাধারণ লিখেছেন।
-
মনিরুজ্জামান/জীবন ২৯/১১/২০১৮অসাধারণ
-
শামিম ইশতিয়াক ২৯/১১/২০১৮Nice
-
অরন্য রানা ২৯/১১/২০১৮ভাল