সিন্দু সেচে মুক্তা হতে চলমান
উড়ছে গাড়ি
অাঃ কাদির মিয়া
__________
উড়ছে গাড়ি ঘুরছে খেপা
সীমার বাধন ছেড়ে।
অায় কে যাবি তারার দেশে
ডাকছে হাবাস ছেড়ে।
মিয়া মশাই কলেজীরা
দিল গোল্লা ছোট।
এই গেলো সেই উড়াল গাড়ি
লাফ লাফাইয়া উঠ।
পিছু থাকা পঙ্খিরাজের
পাগল তুখড় ছেড়ে।
বলে, অামি কিনা যাইবো পরে
অায় দেখি কে পারে।
বরের মাথায় পাগড়ি পরা
কনের হাতে ধরে।
সেও লাফায় মিয়ার তালে
পাগড়ি খুলে পরে।
দৈত্য অসুর খেলায় ভুলা
বরের বাসর ঘর।
এবার, সাজলো কফিন
ফুল কাফুরে।
সুরমা চোখ উপর।
কনে মেডাম মিয়া মশাই
একটুখানি পরে
বিজলি চোখে দেখলো সবায়
লাশের পাশের ঘরে
ঝুলছে কারো রক্ত ফুটা
কারো শক্তি জল।
কেউ যেন এক কাচের ঘরে
মুন্ডু পেচের তল।
ঘর সজনার রোদন কাপা
চোখের ঝরা পানি
বুক ভেসে অাজ ডুবায় সাধের
অাশার দু কুল খানি।
দেশ কাঁদে অাজ এ কোন ফাঁদে
এ কোন অাজব খেল।
বল, থাকতে সময় জীবন অরুন
ডুবলো কেন তার বেইল--------( সময়)
অাঃ কাদির মিয়া
__________
উড়ছে গাড়ি ঘুরছে খেপা
সীমার বাধন ছেড়ে।
অায় কে যাবি তারার দেশে
ডাকছে হাবাস ছেড়ে।
মিয়া মশাই কলেজীরা
দিল গোল্লা ছোট।
এই গেলো সেই উড়াল গাড়ি
লাফ লাফাইয়া উঠ।
পিছু থাকা পঙ্খিরাজের
পাগল তুখড় ছেড়ে।
বলে, অামি কিনা যাইবো পরে
অায় দেখি কে পারে।
বরের মাথায় পাগড়ি পরা
কনের হাতে ধরে।
সেও লাফায় মিয়ার তালে
পাগড়ি খুলে পরে।
দৈত্য অসুর খেলায় ভুলা
বরের বাসর ঘর।
এবার, সাজলো কফিন
ফুল কাফুরে।
সুরমা চোখ উপর।
কনে মেডাম মিয়া মশাই
একটুখানি পরে
বিজলি চোখে দেখলো সবায়
লাশের পাশের ঘরে
ঝুলছে কারো রক্ত ফুটা
কারো শক্তি জল।
কেউ যেন এক কাচের ঘরে
মুন্ডু পেচের তল।
ঘর সজনার রোদন কাপা
চোখের ঝরা পানি
বুক ভেসে অাজ ডুবায় সাধের
অাশার দু কুল খানি।
দেশ কাঁদে অাজ এ কোন ফাঁদে
এ কোন অাজব খেল।
বল, থাকতে সময় জীবন অরুন
ডুবলো কেন তার বেইল--------( সময়)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০২৩সুন্দর ভাবনা
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৪/২০২২বোশ বেশ
-
মনিরুজ্জামান/জীবন ১৯/১১/২০১৮লেখার হাত বেশ ভালো, শুভ কামনা রইলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/১১/২০১৮চমৎকার