সিন্ধু সেচে মুক্তা হইতে চলমান
কার বুকেতে মারলি ছুরি
আঃ কাদির মিয়া
______________
কার বুকেতে মারলি ছুরি,
দেশের চোখে জল।
মায়ের বুকে অশ্রু নদী,
ভাসে ক্রিকেট জুয়ার বল।
যম দানবের অনল ঘেরা,
মুখের ভাষা বন্ধি কারা।
খড়গে পাতা এ দেশ মাটি,
রক্ত গড়া দানে।
লক্ষ শহীদ নর-নারী কুল,
ফুটালো যারা মুক্তির সে ফুল।
আজ গুমরে কাদে স্বজন হারা,
দেশ মা নাড়ির টানে।
ঐ উড়বে নিশান পত পতিয়া,
খেলবি তোরা গা ভাসাইয়া।
লড়বি তোড়ে ধরবি টেনে,
দেশের শক্তিমান।
হারলে সেথা নেই কোন ভুল,
উঠবে গলায় লড়াকু ফুল।
মাল্য দানে ঢল বাহবা,
মিলবে সেই ইনাম।
আঃ কাদির মিয়া
______________
কার বুকেতে মারলি ছুরি,
দেশের চোখে জল।
মায়ের বুকে অশ্রু নদী,
ভাসে ক্রিকেট জুয়ার বল।
যম দানবের অনল ঘেরা,
মুখের ভাষা বন্ধি কারা।
খড়গে পাতা এ দেশ মাটি,
রক্ত গড়া দানে।
লক্ষ শহীদ নর-নারী কুল,
ফুটালো যারা মুক্তির সে ফুল।
আজ গুমরে কাদে স্বজন হারা,
দেশ মা নাড়ির টানে।
ঐ উড়বে নিশান পত পতিয়া,
খেলবি তোরা গা ভাসাইয়া।
লড়বি তোড়ে ধরবি টেনে,
দেশের শক্তিমান।
হারলে সেথা নেই কোন ভুল,
উঠবে গলায় লড়াকু ফুল।
মাল্য দানে ঢল বাহবা,
মিলবে সেই ইনাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০২৩চমৎকার
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/১১/২০১৮চমৎকার লিখেছেন। অনেক ধন্যবাদ।।।
-
রাহুল শীল(হুসবসার) ১৮/১১/২০১৮বাহ্। ভালো লাগলো