www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিন্ধু সেচে মুক্ত হইতে চলমান

কেটো না মোর প্রাণ
আব্দুল কাদির মিয়া
__________

কেটোনা মোর প্রান-
দেশ ললিত বনায়ন।

সেতো পরানের সজীবতা-
আমি প্রভাতের চোখ মেলে।

হৃদয়ের মধু ঢেলে
ফাগুন পল্লবে ঐ।

সবুজের ওস, নেতে বলি
কথা।

নিঝুম নিরীহ ওরা
পাতায় পাতায় উড়া।

বহে তার কেড়ে নেয়ঘুম
তবু ও দোলন ডালে।

বেধে ঘর দলবলে
হলুদ পালকে ডাকে।

সেথা, ইষ্টি কুটুম
কেটোনা মোর প্রান।

দেশ ললিত বনায়ন সেতো
রক্তে ঝরা ভাই শহিদের অতন্দ্র
প্রহরী।

যারি ছায়া তলে-
রাঙ্গা বুক মেলে।

ওরা ঘুমিয়েছে নীরব,
নিশিতে চাঁদ ফালিঝরা।

এক মায়ার পুরীতে যেন-
বেধে ঘড় বাড়ি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast