হাসি
হাসি আমি অকারণে
বোকামিটা ঢাকবো বলে।
হাসি আমি তোমায় দেখে
দেখা দেখি হাসলে তুমি
বুঝবো তখন তোমার চোখে,
ভালবাসা দিলাম লিখে !
কিছু হাসি এমনি আসে
ভুলগুলো সব মনে ভাসে।
হাসছি বলে ভাবছ সুখী?
কষ্ট গুলো খাচ্ছে কুড়ে
মন ও দেহের এপিঠ ওপিঠ
উকি দিলে দেখবে দুখী।
তবু আমি হাসতে রাজি
জীবনটা যাকনা পচেঁ
সে যেন না হয় বাসি।
বোকামিটা ঢাকবো বলে।
হাসি আমি তোমায় দেখে
দেখা দেখি হাসলে তুমি
বুঝবো তখন তোমার চোখে,
ভালবাসা দিলাম লিখে !
কিছু হাসি এমনি আসে
ভুলগুলো সব মনে ভাসে।
হাসছি বলে ভাবছ সুখী?
কষ্ট গুলো খাচ্ছে কুড়ে
মন ও দেহের এপিঠ ওপিঠ
উকি দিলে দেখবে দুখী।
তবু আমি হাসতে রাজি
জীবনটা যাকনা পচেঁ
সে যেন না হয় বাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত সরকার ২৬/০৭/২০১৮ভালো লিখেছেন কবিবর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৭/২০১৮দারুন হাসির কবিতা।