পুতুল
সেদিন আকাশে মেঘ ছিল
ছিল পূর্নিমার রাত্রি,
ধুঁ ধুঁ খেয়া ঘাট আমি একা
ছিলনা আর কোন যাত্রী।
বিষাদ আকাশ ছুয়ে যায় নীল
মনের নিলাভ আত্নহারা
কে খুলিলো দরজার খিল!
আমি যেন হারিয়েছি মেঘের ভিতর
ফিরবোনা আর- লুকোবার আগে,
কানে বাজে-পিছনে ডাকছে রত্নাকর।
সুখ যে সুখে নয়
হয় মনের সন্যিবেশ,
কারে ধরিলো মন
কারে ছাড়িলো কখন
সাজিয়া পুতুল দেখি ছদ্মবেশ।
ছিল পূর্নিমার রাত্রি,
ধুঁ ধুঁ খেয়া ঘাট আমি একা
ছিলনা আর কোন যাত্রী।
বিষাদ আকাশ ছুয়ে যায় নীল
মনের নিলাভ আত্নহারা
কে খুলিলো দরজার খিল!
আমি যেন হারিয়েছি মেঘের ভিতর
ফিরবোনা আর- লুকোবার আগে,
কানে বাজে-পিছনে ডাকছে রত্নাকর।
সুখ যে সুখে নয়
হয় মনের সন্যিবেশ,
কারে ধরিলো মন
কারে ছাড়িলো কখন
সাজিয়া পুতুল দেখি ছদ্মবেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৫/০৭/২০১৮কি দারুণ ছন্দমালা!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৭/২০১৮দারুন লিখেছেন।
-
জহির রহমান ২৪/০৭/২০১৮চমৎকার লেগেছে কবিতাটি।
-
কে. পাল ২৪/০৭/২০১৮Bess
-
পলাশ ২৪/০৭/২০১৮চালিয়ে যান
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৭/২০১৮অসাধারন