মন থাকো সীমানায়
মনের মত হয়না জীবন
মনই তাহার বারণ,
অদৃশ্য মন সৃষ্টি করে
অসাধ্য সব চাওয়া পাওয়ার কারণ।
নিজের মন্দ লুকিয়ে কোনে
ভাল খুজি বনে বনে।
ছোট্ট আকার চেষ্টা মিছে আকাশ ছো৭য়ার;
কেউ দেখেছ উজান যেতে নদীর জোয়ার !
ভালবাসার তালকানাতে আজকে বহু রূপ,
কায়দা করে ফায়দা নিতে প্রেম প্রীতিতে ডুব।
সহজ করে পেলে কিছু ভাল লাগেনা কাল,
সচেতনতায় ঘুরলে মাথা তবে জীবন লাল।
মনকে বশে আনা সহজ নয় আজকের জামানায়,
তবু আমি মুখে বলি মন থাকো সীমানায়।
মনই তাহার বারণ,
অদৃশ্য মন সৃষ্টি করে
অসাধ্য সব চাওয়া পাওয়ার কারণ।
নিজের মন্দ লুকিয়ে কোনে
ভাল খুজি বনে বনে।
ছোট্ট আকার চেষ্টা মিছে আকাশ ছো৭য়ার;
কেউ দেখেছ উজান যেতে নদীর জোয়ার !
ভালবাসার তালকানাতে আজকে বহু রূপ,
কায়দা করে ফায়দা নিতে প্রেম প্রীতিতে ডুব।
সহজ করে পেলে কিছু ভাল লাগেনা কাল,
সচেতনতায় ঘুরলে মাথা তবে জীবন লাল।
মনকে বশে আনা সহজ নয় আজকের জামানায়,
তবু আমি মুখে বলি মন থাকো সীমানায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৭/২০১৮অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০১৮ভালো ভাবনা।