ব্ল্যাক
সুন্দুর করে সাজাতে পৃথিবী
নিজেকে সাজাতে গেছি ভুলে,
দাড় টানার ক্ষমতা হারিয়েছি
এগিয়ে যেতে তাকিয়ে আছি
কখন হাওয়া লাগে পালে।
পৃথিবীর বুকে আজ কত শোভা
আমার মনে হতাশার ডোবা।
আমারে শোষিয়া যে রহিল সচল
বেখেয়ালে চলতে চলতে
পিছু ফিরে দেখি,
ভাসছে সে সুখে
আমারে করিয়া অচল।
নিজেকে সাজাতে গেছি ভুলে,
দাড় টানার ক্ষমতা হারিয়েছি
এগিয়ে যেতে তাকিয়ে আছি
কখন হাওয়া লাগে পালে।
পৃথিবীর বুকে আজ কত শোভা
আমার মনে হতাশার ডোবা।
আমারে শোষিয়া যে রহিল সচল
বেখেয়ালে চলতে চলতে
পিছু ফিরে দেখি,
ভাসছে সে সুখে
আমারে করিয়া অচল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৩/০৭/২০১৮অপূর্ব
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৭/২০১৮অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৭/২০১৮ভালো লাগলো।