দুই জীবন
খালেক মিয়া অফিস পিয়ন
বসের ফয়ফরমাজ আর
খেয়াল রাখা কাজ
বসকে নিয়ে ভাবছে খালেক
গভীর মনে আজ।
দামি গাড়ি দামি বাড়ি
দামি টেবিল চেয়ার
যা মনে চায় তা পেয়ে যায়
কারও করেনা কেয়ার।
মনে মনে ভাবছে খালেক,
বসের জীবন হায়রে কত সোজা
আমার জীবন তার তুলনায়
পাহাড় সমান বোঝা।
অফিস বসও ভাবছে বসে
ঠিক এমনি করে
মজার জীবন,টুলে বসে ঢুলছে ঘুমে
নেইতো মাথায় চাপ,
ব্যাংক ঋণের তাগাদা নেই
ব্যবসায় লোকসানের দুর্শ্চিন্তা নেই,
নেই অপমানের জ্বালা
খালেক মিয়ার জীবন যেন
ছোট্ট সুখের ভেলা।
তার জীবন হায়রে কত সোজা
তার তুলনায় আমার জীবন
পাহাড় সমান বোঝা।
বসের ফয়ফরমাজ আর
খেয়াল রাখা কাজ
বসকে নিয়ে ভাবছে খালেক
গভীর মনে আজ।
দামি গাড়ি দামি বাড়ি
দামি টেবিল চেয়ার
যা মনে চায় তা পেয়ে যায়
কারও করেনা কেয়ার।
মনে মনে ভাবছে খালেক,
বসের জীবন হায়রে কত সোজা
আমার জীবন তার তুলনায়
পাহাড় সমান বোঝা।
অফিস বসও ভাবছে বসে
ঠিক এমনি করে
মজার জীবন,টুলে বসে ঢুলছে ঘুমে
নেইতো মাথায় চাপ,
ব্যাংক ঋণের তাগাদা নেই
ব্যবসায় লোকসানের দুর্শ্চিন্তা নেই,
নেই অপমানের জ্বালা
খালেক মিয়ার জীবন যেন
ছোট্ট সুখের ভেলা।
তার জীবন হায়রে কত সোজা
তার তুলনায় আমার জীবন
পাহাড় সমান বোঝা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৭/২০১৮দারুন লিখলেন কবি।
-
জহির রহমান ২১/০৭/২০১৮চমৎকার লেগেছে জীবনমুখী কবিতাটি।
আসলেই অন্যকে সুখি মনে হয় নিজের তুলনায়।
শুভেচ্ছা কবি। -
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০১৮সমকালীন জীবনের ছবি।