আমারও বলার আছে
আমি নাকি মানুষ হয়ে
অমানুষের দলে!
সে কথা সত্যি না হলে
সে কেন বলে?
তোমার কাছা কাছি
পড়ে আছি বলে,
আমার দোষ গুলোই
শুধু চোখে পড়ে।
কতটা বৃষ্টি এ চোখে সৃষ্টি
কি কারনে হারালাম সবই
সে দিকে তোমার পড়ে না দৃষ্টি!
স্বপ্নের বাগানে দোষ যদি বিচরণে
যা চাওয়া পাইনি বলে পাগলামি ক্ষনে ক্ষনে
সুবাসকে বলতে পারো গন্ধ,
কখনো বলোনা তারে র্দুগদ্ধ।
অমানুষের দলে!
সে কথা সত্যি না হলে
সে কেন বলে?
তোমার কাছা কাছি
পড়ে আছি বলে,
আমার দোষ গুলোই
শুধু চোখে পড়ে।
কতটা বৃষ্টি এ চোখে সৃষ্টি
কি কারনে হারালাম সবই
সে দিকে তোমার পড়ে না দৃষ্টি!
স্বপ্নের বাগানে দোষ যদি বিচরণে
যা চাওয়া পাইনি বলে পাগলামি ক্ষনে ক্ষনে
সুবাসকে বলতে পারো গন্ধ,
কখনো বলোনা তারে র্দুগদ্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৬/১২/২০১৬ভালো হয়েছে, তবে কেনো যেনো মনে হোলো যা চেয়েছেন তা ঠিক লিখতে পারেন নি। ভবিষ্যতে আরও ভালো হবে।
-
সোলাইমান ১৫/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।লিখেজান
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/১২/২০১৬ভালো। তবে কারণ, ক্ষণ।