নির্মম সত্য
শস্য ক্ষেতে একই সাথে জন্ম নেয় গাছ আগাছা
গাছ প্রয়োজন মেটায় বলে তার কত যত্ন
তাকে বাঁচাতে,তাকে সাজাতে কত নরম র্স্পশ শত শর্তকতা
আগাছা অপ্রয়োজনীয় বলে কত অবহেলা,নেই কোন দয়া
ধলে মোছড়ে কত নির্মম ভাবে তুলে নিক্ষেপ করা হয়
সামান্য তম মমতা তার প্রতি থাকেনা,এটাই বাস্তবতা;
এটাই উচিত,এটাই সঠিক তবে পুনাঙ্গ নয় সীমাবদ্ধ
আগাছার মত যদি মানুষ রেখে অমানুষকে
আর ধর্ম রেখে মতবাদকে
সামাজিকতা রেখে অসামাজিকতাকে,ন্যায় রেখে অন্যায়কে
সন্ত্রাস,উচু-নিচু প্রভেদ আর জোর-জুলুমকে
তুলে নিক্ষেপ করা যেতো তবেই আসতো সত্য সুন্দরের সীমাবদ্ধতা।
গাছ প্রয়োজন মেটায় বলে তার কত যত্ন
তাকে বাঁচাতে,তাকে সাজাতে কত নরম র্স্পশ শত শর্তকতা
আগাছা অপ্রয়োজনীয় বলে কত অবহেলা,নেই কোন দয়া
ধলে মোছড়ে কত নির্মম ভাবে তুলে নিক্ষেপ করা হয়
সামান্য তম মমতা তার প্রতি থাকেনা,এটাই বাস্তবতা;
এটাই উচিত,এটাই সঠিক তবে পুনাঙ্গ নয় সীমাবদ্ধ
আগাছার মত যদি মানুষ রেখে অমানুষকে
আর ধর্ম রেখে মতবাদকে
সামাজিকতা রেখে অসামাজিকতাকে,ন্যায় রেখে অন্যায়কে
সন্ত্রাস,উচু-নিচু প্রভেদ আর জোর-জুলুমকে
তুলে নিক্ষেপ করা যেতো তবেই আসতো সত্য সুন্দরের সীমাবদ্ধতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৪/১২/২০১৬বেশ সুন্দর হয়েছে কবি।
-
ইন্তিখাব আলম ১৪/১২/২০১৬khub valo.