পতাকা
আমি একাত্তুর দেখিনী,
জম্নে দেখেছি বাংলাদেশ
আর লাল সবুজের পতাকা ।
যার বাহিরে স্বাধিনতা
বিস্ময় চোখে মায়ের হাসি,
ভিতরে শহীদের রক্ত স্নান
রক্ত গোলাপ প্রতিদান।
সব মিলিয়ে এই পতাকা
দিপ্ত মাটির টান !
এই পতাকা জন্মভূমির
গৌরব ও সন্মান।
জম্নে দেখেছি বাংলাদেশ
আর লাল সবুজের পতাকা ।
যার বাহিরে স্বাধিনতা
বিস্ময় চোখে মায়ের হাসি,
ভিতরে শহীদের রক্ত স্নান
রক্ত গোলাপ প্রতিদান।
সব মিলিয়ে এই পতাকা
দিপ্ত মাটির টান !
এই পতাকা জন্মভূমির
গৌরব ও সন্মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/১২/২০১৬বাংলাদেশ দীর্ঘজীবি হোক
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১২/২০১৬আসলে তা-ই।
-
মোনালিসা ১৩/১২/২০১৬ওয়াও
-
সোলাইমান ১৩/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন প্রিয় কবি। শুভ কামনা রইল।