শূন্যে শূন্যতা
প্রতিদিন রাতে
বিছানায় শুতে
সস্তায় পেলে
ঘুম খাই গিলে।
জলছাপ মনে
প্রকৃতি সাজিয়ে দেয়
কলম কাগজে বুনে,
কবিতা রূপ নেয়
ছন্দ সন্ধিক্ষনে।
স্বপ্নে ছবি আকি
যতই রং মাখি
চেনামুখ সং সাজে
হাসে ঠিক লাগে বাজে।
কষ্টেরা চুপি সারে
মশগুল অভিসারে
ছন্দ পতন পদ্যে
জেগে উঠি গদ্যে!
বিছানায় শুতে
সস্তায় পেলে
ঘুম খাই গিলে।
জলছাপ মনে
প্রকৃতি সাজিয়ে দেয়
কলম কাগজে বুনে,
কবিতা রূপ নেয়
ছন্দ সন্ধিক্ষনে।
স্বপ্নে ছবি আকি
যতই রং মাখি
চেনামুখ সং সাজে
হাসে ঠিক লাগে বাজে।
কষ্টেরা চুপি সারে
মশগুল অভিসারে
ছন্দ পতন পদ্যে
জেগে উঠি গদ্যে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৮/১২/২০১৬খুব সুন্দর
-
মোঃ জুলফিকার আলী ২৭/১১/২০১৬অনেক সুন্দর। ধন্যবাদ।
-
রইস উদ্দিন খান আকাশ ০১/১০/২০১৬সুন্দর প্রকাশ
-
নাবিক ৩০/০৯/২০১৬ভালোই
-
অঙ্কুর মজুমদার ২৯/০৯/২০১৬vlo...
-
সোলাইমান ২৯/০৯/২০১৬অসাধারণ কবিতা। অনেকে ভাল হয়েছে কবি এভাবেই এগিয়ে যান কবি সামনের দিকে অনেকে ভাল করতে পারবেন।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৯/২০১৬ভালো লাগলো।
-
পরশ ২৯/০৯/২০১৬দারুন
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৯/২০১৬সুন্দর হয়েছে।
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৯/০৯/২০১৬সুন্দর।