স্পর্শ
বৃষ্টির স্পর্শ আমার মন বদলায়
আকাশের আথিয়তা পাই বলে;
নারীর স্পর্শ মন বদলায়
মনের বাগানে বসন্ত আসে বলে।
ফুলের স্পর্শ মন বদলায়
তার সুভাসে আমার দুগর্ন্ধ মুছে যায় বলে।
চাঁদের জোসনায় আমার মন বদলায়
স্বপ্ন আঁধার তবুও আশা জেগে থাকে বলে:
অতীতের স্পর্শ আমার মন বদলায়
ভুলগুলো সামনে তুলে ধরে বলে।
টাকার স্পর্শ আমার মন বদলায়
অভাবের বদরূপ রং বদলায় বলে।
ঘুমের স্পর্শ আমার মন বদলায
মৃত্যুর স্বাদ পাই বলে।
আকাশের আথিয়তা পাই বলে;
নারীর স্পর্শ মন বদলায়
মনের বাগানে বসন্ত আসে বলে।
ফুলের স্পর্শ মন বদলায়
তার সুভাসে আমার দুগর্ন্ধ মুছে যায় বলে।
চাঁদের জোসনায় আমার মন বদলায়
স্বপ্ন আঁধার তবুও আশা জেগে থাকে বলে:
অতীতের স্পর্শ আমার মন বদলায়
ভুলগুলো সামনে তুলে ধরে বলে।
টাকার স্পর্শ আমার মন বদলায়
অভাবের বদরূপ রং বদলায় বলে।
ঘুমের স্পর্শ আমার মন বদলায
মৃত্যুর স্বাদ পাই বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জুলফিকার আলী ২৭/১১/২০১৬স্পর্শ কবিতা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি কবিতা। ঘুমের স্পর্শের সাথে মৃত্যুর একটা চিরন্তনী প্রবাহ এটা সত্য তাই একটা মিথের সাহচর্য আছে বলেই কবিতাটি সার্থকতা বলে মনে করি।
-
সোলাইমান ২২/০৯/২০১৬সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৯/২০১৬ভাল হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৯/২০১৬স্পর্শ মানুষকে আবেগপ্রবণ করে তোলে।
-
অঙ্কুর মজুমদার ২০/০৯/২০১৬sundor
-
মোনালিসা ২০/০৯/২০১৬বেশ ভাল।
-
কালপুরুষ ২০/০৯/২০১৬ভালো লাগলো
ভালো থাকবেন