বন্ধু
বন্ধু মানেই নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
অবুঝ কিশোর র্বষা দিনে
বৃষ্টি নিয়ে খেলা।
বন্ধু মানেই প্রয়োজনে
মুখ লালে আভা;
র্স্বাথ ফুরালে চোখ লাল
আক্রমনের থাবা।
বন্ধু মানেই শীতের চাঁদর
আপন করে পাওয়া,
গ্রীস্ম কালে প্রখর রোদে
ছুড়ে ফেলে দেওয়া।
বন্ধু মানেই প্রিয় মিত্র
মুছে দেওয়ার অশ্রু;
সুখের র্স্বগ ভেঙ্গে দিতে,
সেই বড় শ্ত্রু।
সাদা মেঘের ভেলা,
অবুঝ কিশোর র্বষা দিনে
বৃষ্টি নিয়ে খেলা।
বন্ধু মানেই প্রয়োজনে
মুখ লালে আভা;
র্স্বাথ ফুরালে চোখ লাল
আক্রমনের থাবা।
বন্ধু মানেই শীতের চাঁদর
আপন করে পাওয়া,
গ্রীস্ম কালে প্রখর রোদে
ছুড়ে ফেলে দেওয়া।
বন্ধু মানেই প্রিয় মিত্র
মুছে দেওয়ার অশ্রু;
সুখের র্স্বগ ভেঙ্গে দিতে,
সেই বড় শ্ত্রু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জুলফিকার আলী ১২/১২/২০১৬অনেক সুন্দর। এগিয়ে যান।
-
অঙ্কুর মজুমদার ৩১/০৮/২০১৬vlo
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৮/২০১৬ভাল লিখেছেন।
গ্রীস্ম> গ্রীষ্ম
স্বার্থ
বানান গুলো থিক করে নিবেন।