দুধে টক
সফলতা দেখিবে যখন নিজ সরূপে
প্রকাশ পায় তাহা অহংকার রূপে;
নিহিত কল্যান যখন সরব সাধারনে,
তখন মানুষ তাহা গরব বলে মানে।
যে কাজে কল্যান নিহিত দেশ ও দশের;
দেশ প্রেম তারে বলে করন দ্ধার দেশের !
নিজেকে উজাড় করে দেশকে যে গড়ে
খ্যাতিমান তারে বলে,
সন্মান আসে তার ঘোড়ার পিঠে চড়ে।
অহংকারে ধ্বংস, পরিশেষে মনূষ্য মঞ্চে লাঞ্চিত
গরবে ভাসে বুক
অন্যের মাঝে কল্যানের বৃক্ষরোপন
সমাজে আসে সুখ।
দেশ প্রেমে একতা
জাতির প্রকোষ্ঠে প্রাচীর,
বিভেকের মঞ্চে নিরপেক্ষতা উদীয়মান
র্দুবল সবল হওয়ার দৃঢ় প্রত্যয়ে বাধে বুক।
প্রকাশ পায় তাহা অহংকার রূপে;
নিহিত কল্যান যখন সরব সাধারনে,
তখন মানুষ তাহা গরব বলে মানে।
যে কাজে কল্যান নিহিত দেশ ও দশের;
দেশ প্রেম তারে বলে করন দ্ধার দেশের !
নিজেকে উজাড় করে দেশকে যে গড়ে
খ্যাতিমান তারে বলে,
সন্মান আসে তার ঘোড়ার পিঠে চড়ে।
অহংকারে ধ্বংস, পরিশেষে মনূষ্য মঞ্চে লাঞ্চিত
গরবে ভাসে বুক
অন্যের মাঝে কল্যানের বৃক্ষরোপন
সমাজে আসে সুখ।
দেশ প্রেমে একতা
জাতির প্রকোষ্ঠে প্রাচীর,
বিভেকের মঞ্চে নিরপেক্ষতা উদীয়মান
র্দুবল সবল হওয়ার দৃঢ় প্রত্যয়ে বাধে বুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ১৯/০৮/২০১৬খুব সুন্দর একটা উপদেশ মূলক কবিতা
-
অঙ্কুর মজুমদার ১৮/০৮/২০১৬vlo.......
-
স্বপ্নময় স্বপন ১৮/০৮/২০১৬নিঃসন্দেহে সুন্দর!