কে যেন পোড়ায়
একটি তপ্ত নিশ্বাস
জীবনের কোন এক সময়ের
অদৃশ্য আগুনে পোড়া হৃদয়ের
র্দুগন্ধটা নাকে জানান দিয়ে গেল;
আমারও একটা মন ছিল
এই মন কারও ইশায়ায় সায় দিয়েছিল
ঠোটের বাঁকা হাসিতে বশ হয়েছিল
চোখের মনি কোঠায় স্বপ্ন বুনেছিল।
আজ সব মিথ্যে
ঠিক মিথ্যে নয়,অবান্তর !
আকাশ থেকেও যেন ধরা ছোঁয়ার বাইরে;
এটাও সত্য যে, সে কোন দিন ধরায় দেয়নি।
ক্ষনিকের দেখায় শুকনো পাতার স্তুপে
দিয়াশলায়ের কাঠি নিক্ষেপের মত।
ক্ষরার মৌসুমে আকাশে সাদা মেঘ,
বিধিলিপিয় কষ্টেরি উছিলা;
দশ বছর আগে ট্রেনের কামরায়
আটকে থাকা চোখ আজও
একই জায়গায় আটকে আছে !
স্বপ্ন গুলো মৃতপ্রায়, কিন্তু তাহার সেই চোখ
তার অবারিত দৃষ্টি,ঠোটের কোনে গচ্ছিত
মায়াবি শক্তি আজও আমায় স্মৃতির পাগলা
ঘোড়ায় তাড়া করে বেড়াচ্ছে,যেন আমি
জীবিত নয়, এমন কি মৃতও নয় আবার
অর্ধ মৃতও নয়; যেন শরতের আকাশে
এক টুকরো সাদা মেঘ !
জীবনের কোন এক সময়ের
অদৃশ্য আগুনে পোড়া হৃদয়ের
র্দুগন্ধটা নাকে জানান দিয়ে গেল;
আমারও একটা মন ছিল
এই মন কারও ইশায়ায় সায় দিয়েছিল
ঠোটের বাঁকা হাসিতে বশ হয়েছিল
চোখের মনি কোঠায় স্বপ্ন বুনেছিল।
আজ সব মিথ্যে
ঠিক মিথ্যে নয়,অবান্তর !
আকাশ থেকেও যেন ধরা ছোঁয়ার বাইরে;
এটাও সত্য যে, সে কোন দিন ধরায় দেয়নি।
ক্ষনিকের দেখায় শুকনো পাতার স্তুপে
দিয়াশলায়ের কাঠি নিক্ষেপের মত।
ক্ষরার মৌসুমে আকাশে সাদা মেঘ,
বিধিলিপিয় কষ্টেরি উছিলা;
দশ বছর আগে ট্রেনের কামরায়
আটকে থাকা চোখ আজও
একই জায়গায় আটকে আছে !
স্বপ্ন গুলো মৃতপ্রায়, কিন্তু তাহার সেই চোখ
তার অবারিত দৃষ্টি,ঠোটের কোনে গচ্ছিত
মায়াবি শক্তি আজও আমায় স্মৃতির পাগলা
ঘোড়ায় তাড়া করে বেড়াচ্ছে,যেন আমি
জীবিত নয়, এমন কি মৃতও নয় আবার
অর্ধ মৃতও নয়; যেন শরতের আকাশে
এক টুকরো সাদা মেঘ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৬/০৮/২০১৬বিমোহিত!
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৮/২০১৬ভালো লাগলো।
-
দ্বীপ সরকার ১৬/০৮/২০১৬নাইস
-
অঙ্কুর মজুমদার ১৬/০৮/২০১৬vlo...............