সময় এসেছে
পদ্য আমার সদ্য ভাসে শিশির ভেজা ঘাসেতে
পথের দিশা ডাকছে হেকে গদ্য দেখ নাচেযে !
সমাজ নীতির কালো রেখা মুখ ভারী ইশারায়,
বুক পকেটে কলম হাসে দীঘির জলের ইশারায়।
সুখী হতে সুখী করতে আজকে যাদের ভাবনা;
দোষকে এসো ঘৃনা করি দোষীর কথা থাকনা।।
গাছের ঢালে যে পাখিটা গাইছে মধুর গান,
আনন্দ নয় বুঝবো তাহার মনের চাওয়া,
আসলে তা সূধা নাকি অতিষ্ঠ প্রান।
অত্যাচারির দুয়ার বন্ধ,কমে আসছে গায়ের গন্ধ;
সময় এখন বলছে কথা,স্বাধিনতার ঘুরছে যাঁতা।
পথের দিশা ডাকছে হেকে গদ্য দেখ নাচেযে !
সমাজ নীতির কালো রেখা মুখ ভারী ইশারায়,
বুক পকেটে কলম হাসে দীঘির জলের ইশারায়।
সুখী হতে সুখী করতে আজকে যাদের ভাবনা;
দোষকে এসো ঘৃনা করি দোষীর কথা থাকনা।।
গাছের ঢালে যে পাখিটা গাইছে মধুর গান,
আনন্দ নয় বুঝবো তাহার মনের চাওয়া,
আসলে তা সূধা নাকি অতিষ্ঠ প্রান।
অত্যাচারির দুয়ার বন্ধ,কমে আসছে গায়ের গন্ধ;
সময় এখন বলছে কথা,স্বাধিনতার ঘুরছে যাঁতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৫/০৮/২০১৬ভালো লাগলো!
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৮/২০১৬সত্য হোক উদ্ভাসিত।