নিমন্ত্রন
কল্প লোকের রাজ কন্যা
এসো আমার বাড়ী,
জীবন নামের পাগলা ঘোড়ায়
দুজন দিবো পাড়ি।
কষ্ট মেখে নৗল হবো
সুখ মেখে লাল
মাঝে মধ্যে ঝগড়া বিবাদ
লাল মরিচের ঝাল।
হাসি পাবে হরেক রকম
কান্নায় মধুর স্নেহ
তুমি আমি মাতাল হবো
টের পাবেনা কেহ।
এসো আমার বাড়ী,
জীবন নামের পাগলা ঘোড়ায়
দুজন দিবো পাড়ি।
কষ্ট মেখে নৗল হবো
সুখ মেখে লাল
মাঝে মধ্যে ঝগড়া বিবাদ
লাল মরিচের ঝাল।
হাসি পাবে হরেক রকম
কান্নায় মধুর স্নেহ
তুমি আমি মাতাল হবো
টের পাবেনা কেহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২০/০৭/২০১৬বলিষ্ঠ শব্দের কাব্যিক চিত্রণ
-
স্বপ্নময় স্বপন ২০/০৭/২০১৬ছন্দময় অভিব্যক্তির সুন্দর প্রকাশ!
-
আনিসা নাসরীন ১৯/০৭/২০১৬সুন্দর
-
স্বপ্নময় স্বপন ১৯/০৭/২০১৬বেশ ভালো!
-
মোং নাজিম উদ্দিন ১৮/০৭/২০১৬nice
-
মোং নাজিম উদ্দিন ১৮/০৭/২০১৬নাইস
-
সভ্যচাষী সপ্তম ১৮/০৭/২০১৬তুমি আমি মাতাল হব টের পাবেনা কেহ.......... দারুণ নিমন্ত্রণ