কবিতা
জানালার পাশে শান্ত মন,অশান্ত দৃষ্টি
এতটুকু ফাকে অপার সৃষ্টি।
বিশাল আকাশ কাক,শালিক
হাজারো পাখির উড়াউড়ি
নেই তাদের কোন বেদাভেদ,
নিচে মাটি,আছে মানুষ জাতি
র্স্বাথ আর মর্যাদায় হাজারো প্রভেদ।
টিনের চালে পাখির বাসা
নেই নিরাপত্তা,নেই র্নিভরতা
তবুও তাতে সুখের র্পূনতা।
ঘরের বিতরে যারা
সব পেয়েও তাদের মাঝে কত শূন্যতা।
জানালার পাশেই বেলগাছ একলাটি দাড়িয়ে
তার মাঝে উত্তর খুজি, একাকিত্ব কতটুকু ভোগায়
কষ্ট নাকি অবহেলা !
কিছুই বলেনা নিরব থাকে,অবাধ্যতায় চোখ বুজে।
সকালে র্সূয উঠে পৃথিবী সাজায় তার মত করে
অতঃপর আধার নামে কালোয় ভরিয়ে দেয়
সুন্দর মুখ বুজে।
ভাবনার মাঝে উত্তর খুজি
গাছ,পাখি আকাশ কানে কানে বলে
আমাদের ছাড়ো,কবিতা ধরো
উত্তর পাবে সুজাসুজি ।
এতটুকু ফাকে অপার সৃষ্টি।
বিশাল আকাশ কাক,শালিক
হাজারো পাখির উড়াউড়ি
নেই তাদের কোন বেদাভেদ,
নিচে মাটি,আছে মানুষ জাতি
র্স্বাথ আর মর্যাদায় হাজারো প্রভেদ।
টিনের চালে পাখির বাসা
নেই নিরাপত্তা,নেই র্নিভরতা
তবুও তাতে সুখের র্পূনতা।
ঘরের বিতরে যারা
সব পেয়েও তাদের মাঝে কত শূন্যতা।
জানালার পাশেই বেলগাছ একলাটি দাড়িয়ে
তার মাঝে উত্তর খুজি, একাকিত্ব কতটুকু ভোগায়
কষ্ট নাকি অবহেলা !
কিছুই বলেনা নিরব থাকে,অবাধ্যতায় চোখ বুজে।
সকালে র্সূয উঠে পৃথিবী সাজায় তার মত করে
অতঃপর আধার নামে কালোয় ভরিয়ে দেয়
সুন্দর মুখ বুজে।
ভাবনার মাঝে উত্তর খুজি
গাছ,পাখি আকাশ কানে কানে বলে
আমাদের ছাড়ো,কবিতা ধরো
উত্তর পাবে সুজাসুজি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ১৪/০৭/২০১৬ভালো হয়েছে।
-
আরিফ মুহাম্মদ ২৮/০৬/২০১৬ধন্যবাদ কবি । কবিতাকে ধরতে হলে আপনাকে যে আরো গভীরে যেতে হবে। ভালো থাকবেন ।
-
গোপেশ দে ২৭/০৬/২০১৬সুন্দর কবিতা
-
অঙ্কুর মজুমদার ২৭/০৬/২০১৬besh vlo
-
সন্দীপ মন্ডল ২৬/০৬/২০১৬বেশ ভালো লিখেছেন