সুখি
দুরের গায়ে বাস করে
আমার গায়ের সুখি
কদিন আগে খবর পেলাম
কষ্টে আছে যাকে বলে দুখী।
অনেক দিন হয়নি দেখা
বাস্তবতার দেয়াল বেয়ে
নিজের পথেই হাটা
কার কথা আর কেইবা ভাবে
জোয়ার হারা গতি তাই
এমনি করেই ভাটা।
এমন একদিন ছিল তাহার
ফুলের বনে রানী
যুবক কূলের বুকের আগুন
তাকে দেখলেই পানি।
তাকে দেখিবার ছলে
পথের ধারে দাড়াইয়া থাকিতাম,
হঠাৎ সন্মখ হলে
থামিতো ক্ষনেক হাটিত আবার
ঠোটের কোনে ইশারা থাকিত
অলিক সুখ বিলাবার।
চোখের চাহনিতে ছিল বশ করা বান
তাহার আর আমার সমতা ভাবিয়া
হৃদয়ে অংকুরিত সুপ্ত স্বপ্ন
ভাঙ্গিয়া হইতো খান খান।
প্রতিদিন আশায় থাকি
হৃদয়ে করি বিষ পান
অধম হইয়া যদি পাই
উত্তমের অমৃত দান।
কিন্তু হায়,অমানুষ ভাবিলো
অন্তরে আমায় এতটুকু দিলনা স্থান।
দুঃখ তবুও করিনি কভূ
কপালে তাকে রাখেনি প্রভূ ।
একদিন তাহার বাগদান হইলো
সুখ বিলাসে সংসার,
স্বামীটি হইলো অকাল প্রয়াত
জীবন আজ তাহার ছারখার।
আমার কি আসে যায় !
তবুও মনের আকাশে মেঘেরে জিগায়
বর্ষায় তুমি জলে থই থই
চৈত্রের দাপদাহে তুমি থাক কই ।
আমার গায়ের সুখি
কদিন আগে খবর পেলাম
কষ্টে আছে যাকে বলে দুখী।
অনেক দিন হয়নি দেখা
বাস্তবতার দেয়াল বেয়ে
নিজের পথেই হাটা
কার কথা আর কেইবা ভাবে
জোয়ার হারা গতি তাই
এমনি করেই ভাটা।
এমন একদিন ছিল তাহার
ফুলের বনে রানী
যুবক কূলের বুকের আগুন
তাকে দেখলেই পানি।
তাকে দেখিবার ছলে
পথের ধারে দাড়াইয়া থাকিতাম,
হঠাৎ সন্মখ হলে
থামিতো ক্ষনেক হাটিত আবার
ঠোটের কোনে ইশারা থাকিত
অলিক সুখ বিলাবার।
চোখের চাহনিতে ছিল বশ করা বান
তাহার আর আমার সমতা ভাবিয়া
হৃদয়ে অংকুরিত সুপ্ত স্বপ্ন
ভাঙ্গিয়া হইতো খান খান।
প্রতিদিন আশায় থাকি
হৃদয়ে করি বিষ পান
অধম হইয়া যদি পাই
উত্তমের অমৃত দান।
কিন্তু হায়,অমানুষ ভাবিলো
অন্তরে আমায় এতটুকু দিলনা স্থান।
দুঃখ তবুও করিনি কভূ
কপালে তাকে রাখেনি প্রভূ ।
একদিন তাহার বাগদান হইলো
সুখ বিলাসে সংসার,
স্বামীটি হইলো অকাল প্রয়াত
জীবন আজ তাহার ছারখার।
আমার কি আসে যায় !
তবুও মনের আকাশে মেঘেরে জিগায়
বর্ষায় তুমি জলে থই থই
চৈত্রের দাপদাহে তুমি থাক কই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ০৩/০৬/২০১৬সুখ বেশ ।
-
মোঃ মুসা খান ৩১/০৫/২০১৬বেশ
-
ফাহিম খান ৩১/০৫/২০১৬সুন্দর
-
আজকের চাকরির বাজার বিডি.কম ৩১/০৫/২০১৬প্রাণ ভরে তারুণ্যে লিখতে থাকুন রসালো কবিতা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩১/০৫/২০১৬Long narrative poem
-
জে এস সাব্বির ৩১/০৫/২০১৬ভাল