জেগে উঠার গান
সুপথে দুর ভাল
রূপের মন্দ দোষ কি!
যদি হৃদয়ে থাকে আলো।
সুপথ বানালো যে পথিক
ইতিহাস ধরে,
রূপহীন হলেও তাহার র্কীতি
রূপবান হয়ে ইতিহাস গড়ে
মানুষের গভীর অন্তরে।
জন্মালে চারা গাছে
যদি ঢালো জল
প্রতিদানে পাবে তুমি
রসে ভরা ফল।
তুমি যদি নাই পাও,প্রতিদান তার
তোমার পরে যে জন্মাবে
তোমার কর্তব্য,ওটা তার অধিকার।
চল পথ ধরি কল্যানের খুজে
পথ হোক যতই আকাবাকা
চলি মুখ বুজে।
রূপের মন্দ দোষ কি!
যদি হৃদয়ে থাকে আলো।
সুপথ বানালো যে পথিক
ইতিহাস ধরে,
রূপহীন হলেও তাহার র্কীতি
রূপবান হয়ে ইতিহাস গড়ে
মানুষের গভীর অন্তরে।
জন্মালে চারা গাছে
যদি ঢালো জল
প্রতিদানে পাবে তুমি
রসে ভরা ফল।
তুমি যদি নাই পাও,প্রতিদান তার
তোমার পরে যে জন্মাবে
তোমার কর্তব্য,ওটা তার অধিকার।
চল পথ ধরি কল্যানের খুজে
পথ হোক যতই আকাবাকা
চলি মুখ বুজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩১/০৫/২০১৬''যদি হৃদয়ে থাকে আলো''------- অসাধারন শব্দ চয়ন।
-
জে এস সাব্বির ৩১/০৫/২০১৬কেমন নিস্তব্ধতা নিয়ে জেগে ওঠা!
চল পথ ধরি কল্যানের খুজে
পথ হোক যতই আকাবাকা
চলি মুখ বুজে।
==<>==
ভাল লাগলো