www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাওয়া এবং পিছুটান

সব হারিয়ে চাইনা আমি
শুধু তোমায় পেতে
ভাবনা গুলো এলোমেলোয়
রাখবে তোমায় পিছে।
মানুষ মাত্রই ইচ্ছা পুষে
নিকুটিনের মত
ইচ্ছা পূরণ যতই হোক
মন ভরেনা জাগবে মনে শত।
চোখের নেশা মনের আশা
থাকেনা তো ঠায় !
সব পিছু টান সরিয়ে তাই
আপন করে চাই।
আমার চোখে তোমার চোখের
পড়বে যখন পলক
মনের মাঝে জ্বলবে আলো
নিপাত হবে সকল কালো
ভালোবাসা জেগে উঠে
দেখাবে তার ঝলক।
হাসবে তুমি র্স্বগ সুখে
পাহাড় ঝর্নার মতো
বাস্তবতার বন্ধুর পথেও
পা হবে না ক্ষত ।
শুন বলি প্রেম ভেবোনা
ঘর বাধার  র্শত
ঘরের আগে জীবন সাজাও
নইলে হবে র্গত ।
তুমি আমি আমরা হবো
রেখে যাবো প্রীতি
আমরা একদিন থাকবো না ঠিক
তাকবে মোদের স্মৃতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভাল লাগলো। শুভেচ্ছা রইলো।
  • পরশ ২৫/০৫/২০১৬
    কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো। লেখকের প্রতি আমার শুভকামনা রইলো...
  • ভালো লেখার মুল্যায়ন আমরা করবই!
  • ভালো লাগলো । amar-sahityo.tk তে আমন্ত্রণ রইল ।
  • জে এস সাব্বির ২৪/০৫/২০১৬
    কিছু লাইন বেশ ভাল লেগেছে যেমনঃ
    তুমি আমি আমরা হবো
    রেখে যাবো প্রীতি
    আমরা একদিন থাকবো না ঠিক
    তাকবে মোদের স্মৃতি।

    রেখে যাবো প্রীতি -আর্থিক দিক ইকটু অমানান মনে হলো ।তবুও এইটুকুই সেরা ।বাকিটাও বেশ ভালই ।কিন্তু কিছু অংশে আরো সময় দিলে ভালো কিছু পাওয়া যেত ,যেমনঃ শরত গরত শব্দদুটির ব্যবহার ।এরকম আরো কিছু পাওয়া যাবে ।এখানে আরেকটু সময় দিবেন ।আপনার কাছ থেকে আরো ভালো ভালো কবিতার আশায় থাকলাম ।।
 
Quantcast