টুনটুনি
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
পড়ে গেলে বাচবো না।
তোমার ছিল বেজায় সাহস
রাজার সাথে লড়াই,
সাত রানীর নাাক কাটলে
ঢাল তলোয়ার ছাড়াই।
আজকে তুমি ভয় কাতুরে
নামের সোনাম,বাকি সবই মেকি!
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
তোমার কথায় রাগবো না।
তখন মানুষ ছিল বোকাঁ
তাইতো দিছি ধোঁকা,
এখন মানুষ খুব সচেতন
ডিজিটালের পোকা।
পানি দিয়ে গিলবে না আর
একেবারেই জবাই,
দেখাবো না বাহাদুরি
যতই ঝাড়ো ছাপাই।
নারে বাবা নাচবো না
পড়ে গেলে বাচবো না।
তোমার ছিল বেজায় সাহস
রাজার সাথে লড়াই,
সাত রানীর নাাক কাটলে
ঢাল তলোয়ার ছাড়াই।
আজকে তুমি ভয় কাতুরে
নামের সোনাম,বাকি সবই মেকি!
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
তোমার কথায় রাগবো না।
তখন মানুষ ছিল বোকাঁ
তাইতো দিছি ধোঁকা,
এখন মানুষ খুব সচেতন
ডিজিটালের পোকা।
পানি দিয়ে গিলবে না আর
একেবারেই জবাই,
দেখাবো না বাহাদুরি
যতই ঝাড়ো ছাপাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ০৬/০৫/২০১৬দারুন এক ছড়া পড়লাম ।
-
মাহাবুব ০৬/০৫/২০১৬বেশ ভালো লাগলো কবিতাটা,কবি।
-
মুহা, লুকমান রাকীব ০৬/০৫/২০১৬চমৎকার হয়েছে কবি বন্ধু!! ছন্দও বেশ।ভাল লাগলো। চালিয়ে যাও বন্ধু!!
-
জয় শর্মা ০৫/০৫/২০১৬টুনটুনি গো টুনটুনি,
আমার কন্ঠ শুঞ্চনি,
একটু আবার ডাকো মোরে-
আমি মরে; যাইনি। -
পরশ ০৫/০৫/২০১৬হেব্বী হয়েছে ভাই।