ভাল মন্দের উৎস্য
অর্থ অনর্থে অভাব ঘরে
জ্ঞানের অপচয়ে প্রসার বাড়ে।
বদের সঙ্গ দোষে ভদ্র জলে ভাসে,
ভালোর সঙ্গ পেলে মন্দ একদিন হাসে।
এসব জানা কথা সকলে তা জানে
সকল মন্দের উৎস্য কিন্তু চোখ আর কানে।
মনতো মাটির পুতুল সাদা আর কাদা।
ভালতে সাজায় আবার মন্দে দেয় সাজা।
তাদের কি আর দোষ দোষ তো সমাজের
ভাল হইলে সমাজ
ভালটাই শিখে চোখ আর কান
মন্দ সমাজে মন্দে তাদের অবদান।
সমাজ মানেই জ্ঞানী,মানবতা আর নিরপেক্ষতার সংঘ
এসবের অভাব হইলেই সব হবে ভঙ্গ।
জ্ঞানের অপচয়ে প্রসার বাড়ে।
বদের সঙ্গ দোষে ভদ্র জলে ভাসে,
ভালোর সঙ্গ পেলে মন্দ একদিন হাসে।
এসব জানা কথা সকলে তা জানে
সকল মন্দের উৎস্য কিন্তু চোখ আর কানে।
মনতো মাটির পুতুল সাদা আর কাদা।
ভালতে সাজায় আবার মন্দে দেয় সাজা।
তাদের কি আর দোষ দোষ তো সমাজের
ভাল হইলে সমাজ
ভালটাই শিখে চোখ আর কান
মন্দ সমাজে মন্দে তাদের অবদান।
সমাজ মানেই জ্ঞানী,মানবতা আর নিরপেক্ষতার সংঘ
এসবের অভাব হইলেই সব হবে ভঙ্গ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একরামুল হক ১০/০৫/২০১৬কথা গুলো খুব সুন্দর কিন্তু ছন্দ পতন হয়েছে
-
শ্রীরূপা লাহিড়ি ০৭/০৫/২০১৬ভালো
-
মাহাবুব ০৬/০৫/২০১৬বেশ ভালো লেখা ।
-
মোঃ নাজমুল হাসান ০২/০৫/২০১৬সুন্দর।