অনুভব
অন্তরে আমার বিজয় নিশান উড়িল না।
মনের আশা ফুরালো ঠিক
চোখের নেশা মরিল না।
পাইনা দেখা কোথাও তারে
তবুও যেন মনের ঘরে
সে এসে নিত্য করে নুপুর পড়ে,
অবুঝেরে বুঝাই আমি কেমন করে।
স্মৃতি আর ভালবাসা হয়না পূরাতন
জীবনে কিছু জন কিছুক্ষন কিছু বচন
আজীব জাগায় প্রান
মনের গহীন তলে,
স্মৃতির প্রদীপ জ্বলে
অনুভবে পড়ে শিকড়ের টান।
মনের আশা ফুরালো ঠিক
চোখের নেশা মরিল না।
পাইনা দেখা কোথাও তারে
তবুও যেন মনের ঘরে
সে এসে নিত্য করে নুপুর পড়ে,
অবুঝেরে বুঝাই আমি কেমন করে।
স্মৃতি আর ভালবাসা হয়না পূরাতন
জীবনে কিছু জন কিছুক্ষন কিছু বচন
আজীব জাগায় প্রান
মনের গহীন তলে,
স্মৃতির প্রদীপ জ্বলে
অনুভবে পড়ে শিকড়ের টান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ০৯/০৬/২০১৬ভাল,খুব ভাল
-
প্রদীপ চৌধুরী. ২৯/০৪/২০১৬দারুণ
-
দেবজ্যোতিকাজল ২৮/০৪/২০১৬ভাল লাগল
-
অ ২৬/০৪/২০১৬ভালো লাগল ।
-
পরশ ২৬/০৪/২০১৬ভালো লেগেছে
-
নিয়াজ উদ্দিন সুমন ২৬/০৪/২০১৬সুন্দর অনুভব.....