চিরকুট
আমি যাহা দিয়ে গেলাম দিও প্রতিদান
হোকনা তাহা ফুল হোকনা তাহা গান।
আমি যখন থাকবোনা তোমার কাছাকাছি
আমার গানের সুর বাজবে হয়ে বাঁশের বাশি
আমার ফুলের গন্ধ যদি সুভাস ছড়ায় মনে,
নামটি আমার লিখে রেখো তোমার অন্তরে।
আজ যাহা রেখে গেলাম সামান্য সে দান
তুমি যদি গ্রহন করো জুড়াবে মোর প্রান।
হোকনা তাহা ফুল হোকনা তাহা গান।
আমি যখন থাকবোনা তোমার কাছাকাছি
আমার গানের সুর বাজবে হয়ে বাঁশের বাশি
আমার ফুলের গন্ধ যদি সুভাস ছড়ায় মনে,
নামটি আমার লিখে রেখো তোমার অন্তরে।
আজ যাহা রেখে গেলাম সামান্য সে দান
তুমি যদি গ্রহন করো জুড়াবে মোর প্রান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ১৬/০৪/২০১৬অনেক অনেক ভাল হয়েছে কবিতাটি ।
-
এইচ এম মাসুম বিল্লাহ ১০/০৪/২০১৬বেশ সুন্দর।
-
পরশ ১০/০৪/২০১৬সহমত
-
মাহাবুব ০৯/০৪/২০১৬হো হো, অনেক সুন্দর কবিতাটা কবি, শুভেচ্ছা।
-
দ্বীপ সরকার ০৯/০৪/২০১৬অনেক সুন্দর।
-
পরশ ০৯/০৪/২০১৬ভালো লাগলো
-
শ.ম. শহীদ ০৯/০৪/২০১৬ভালো লাগলো।