কামনা
মানুষ নামে জন্ম নিয়া প্রভু
অমানুষই রয়ে গেলাম
জীবন নামের হিসাব নিকাশ
বুঝিলাম না কিছু।
অন্তর চক্ষুর পর্দা খুলে
তুমি মোরে দেখাইলেে
এই পৃথিবীর নয় কিছুই দামি।
জলের মত মিশে যেতে
তাইতো আমি চাই,
তোমার মাঝে বিলিন হয়ে
তোমাই যেন পাই।
তুমি ধর্ম তুমি সংসার
তুমি জগৎ স্বামী
এই পৃথিবী পুতুল খেলা
এটাই আমি মানি।
মালার মাঝে সূতা যেমন
ক্ষীর পায়েসে চিনি
আমার মাঝে শ্রেষ্ঠ হয়ে
বেচে থাকবে তুমি।
তোমার জন্য বুকের পাজর
খুলতে পারি আমি
আমার মনের সকল কথা
জান অন্তর জামি।
অমানুষই রয়ে গেলাম
জীবন নামের হিসাব নিকাশ
বুঝিলাম না কিছু।
অন্তর চক্ষুর পর্দা খুলে
তুমি মোরে দেখাইলেে
এই পৃথিবীর নয় কিছুই দামি।
জলের মত মিশে যেতে
তাইতো আমি চাই,
তোমার মাঝে বিলিন হয়ে
তোমাই যেন পাই।
তুমি ধর্ম তুমি সংসার
তুমি জগৎ স্বামী
এই পৃথিবী পুতুল খেলা
এটাই আমি মানি।
মালার মাঝে সূতা যেমন
ক্ষীর পায়েসে চিনি
আমার মাঝে শ্রেষ্ঠ হয়ে
বেচে থাকবে তুমি।
তোমার জন্য বুকের পাজর
খুলতে পারি আমি
আমার মনের সকল কথা
জান অন্তর জামি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ১৬/০৪/২০১৬darun . surela.
-
শ.ম. শহীদ ১৫/০৪/২০১৬ঘুচুক যতো
দুঃখ জরা
আলোয় হাসুক
বসুন্ধরা!!
________
নববর্ষের শুভেচ্ছা।
পরিবার-পরিজন, স্বজন-বিজন সবাইকে নিয়ে সাফল্যের বছর হোক ১৪২৩। বিচ্ছুদ্বয়ের যত্ন নিবেন। -
পরশ ১২/০৪/২০১৬ভাল লেগেছে
-
শ.ম. শহীদ ১১/০৪/২০১৬সুন্দর।
-
জয় শর্মা ১০/০৪/২০১৬valO laglo
-
এইচ এম মাসুম বিল্লাহ ১০/০৪/২০১৬খুব ভালো লাগলো ।
-
পরশ ১০/০৪/২০১৬অনেক অনেক ভাল হয়েছে