মন তোমারে খুজে
নয়ন শুধু তোমারে খুজে
পরান শুধু তোমারে চাহে
তোমার ছবি হৃদয় দেয়ালে
বারবার চোখে পড়ে।
তবুও পাইনা তোমায়
একটু আপন করে।
কেন এত বাধা
কেন এত ছল,
তোমায় পাবোনা জেনেও
ভাঙ্গেনা মনের বল।
আমার পরান চাহে
মিশিতে তোমার প্রানে
জুড়াও আশা মিটাও মনের পিপাসা
কাছে না পেলে
শুধু মন ভরে না গানে।
ঠোটের নিরব হাসি জাগায় ফাগুন
মনের ঘরে জ্বালায় আগুন।
তুমি যদি কাছে এসো তবে
বসন্ত ক্ষয়ে ক্ষয়ে হবে নবান্ন
আর না এলে
বর্ষার আকাশ মেঘে ভরা
মনের ফুটন্ত ফুলে চৈত্রৈর ক্ষরা।
তোমার পৃথিবীতে তুমি হাসনাহেনা
আমার পৃথিবীতে তুমি অধরা।
পরান শুধু তোমারে চাহে
তোমার ছবি হৃদয় দেয়ালে
বারবার চোখে পড়ে।
তবুও পাইনা তোমায়
একটু আপন করে।
কেন এত বাধা
কেন এত ছল,
তোমায় পাবোনা জেনেও
ভাঙ্গেনা মনের বল।
আমার পরান চাহে
মিশিতে তোমার প্রানে
জুড়াও আশা মিটাও মনের পিপাসা
কাছে না পেলে
শুধু মন ভরে না গানে।
ঠোটের নিরব হাসি জাগায় ফাগুন
মনের ঘরে জ্বালায় আগুন।
তুমি যদি কাছে এসো তবে
বসন্ত ক্ষয়ে ক্ষয়ে হবে নবান্ন
আর না এলে
বর্ষার আকাশ মেঘে ভরা
মনের ফুটন্ত ফুলে চৈত্রৈর ক্ষরা।
তোমার পৃথিবীতে তুমি হাসনাহেনা
আমার পৃথিবীতে তুমি অধরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১০/০৪/২০১৬অনেক ভাল
-
পরশ ০৯/০৪/২০১৬মনে পড়ে খুব হারান দিনের কথা
-
উজ্জ্বল সরদার আর্য ০৯/০৪/২০১৬বেশ ভালো।
-
জয় শর্মা ০৮/০৪/২০১৬ভালো লাগল...
-
মাহাবুব ০৮/০৪/২০১৬ভালো লাগলো কবি কবিতাটা, শুভেচ্ছা।
-
প্রদীপ চৌধুরী. ০৮/০৪/২০১৬বেশ লাগলো
-
পরশ ০৮/০৪/২০১৬সহমত