এসো হে বৈশাখ
এসো হে বৈশাখ সরূপে ফিরে
কালবৈশাখীর রূপ ছেড়ে,বাঙ্গালীর নীড়ে।
সেখানে পাবে তুমি পান্তা ভাতের সাথে
কাঁচা মরিচ লবণ আর কাঁচা পিয়াজ পাতে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের লুকোচুরির সাথে
আবার তুমি দেখতে পাবে কানা শিয়ালের বিয়ে।
তুমি এলেই শুরু হবে আকালুর হালখাতা
মিষ্টি মুখে মানুষ ফিরবে ঘরে,বাকির খাতা শূন্য হবে
অভাব ফুরাবে,মুখে তার হাসি আসিবে ফিরে।
ঝড়ের রূপে তুমি এলে,দুষ্ট বালক আম কুড়ানোর কালে
তোমারে দেখেই তারা সাহসী আর বলবান হবে।
মেঘের গর্জন পাখির কলরব আর কদম ফুলের দোলায়
তোমার আগমন স্মৃতিতে মেখে নিবে।
তোমায় দেখেই বড় হয়ে তারা নিজের মাঝে
বাঙ্গালীকে খুজে পাবে।
কালবৈশাখীর রূপ ছেড়ে,বাঙ্গালীর নীড়ে।
সেখানে পাবে তুমি পান্তা ভাতের সাথে
কাঁচা মরিচ লবণ আর কাঁচা পিয়াজ পাতে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের লুকোচুরির সাথে
আবার তুমি দেখতে পাবে কানা শিয়ালের বিয়ে।
তুমি এলেই শুরু হবে আকালুর হালখাতা
মিষ্টি মুখে মানুষ ফিরবে ঘরে,বাকির খাতা শূন্য হবে
অভাব ফুরাবে,মুখে তার হাসি আসিবে ফিরে।
ঝড়ের রূপে তুমি এলে,দুষ্ট বালক আম কুড়ানোর কালে
তোমারে দেখেই তারা সাহসী আর বলবান হবে।
মেঘের গর্জন পাখির কলরব আর কদম ফুলের দোলায়
তোমার আগমন স্মৃতিতে মেখে নিবে।
তোমায় দেখেই বড় হয়ে তারা নিজের মাঝে
বাঙ্গালীকে খুজে পাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৯/০৪/২০১৬শুভেচ্ছা সবাইকে
-
শ.ম. শহীদ ০৯/০৪/২০১৬সুন্দর।
-
রইস উদ্দিন খান আকাশ ০৮/০৪/২০১৬বৈশাখের শুভেচ্ছা
-
পরশ ০৮/০৪/২০১৬অনেক ভাল
-
জয় শর্মা ০৭/০৪/২০১৬চমকপ্রদ।...
-
পরশ ০৭/০৪/২০১৬অনেক ভাল হয়েছে
-
এইচ এম মাসুম বিল্লাহ ০৬/০৪/২০১৬স্বাগতম । এসো হে বৈশাখ ।
খুব ভালো লাগলো ।