স্মৃতির ছোবল
ভেবোনা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা
কোন এক দিন তোমার জীবনেও আসবে না ,
সেদিন স্মৃতির তীব্র ছোবল তোমাকেও কাঁদাবে ,
ভাবছো অভিশাপ দিচ্ছি?
না,তুমি তোমাকেই চিনলে না
চোখে স্বপ্ন বুনলে,গাছ হল,ফল হল
ভোগ করলে না,মাকাল ফল ভেবে
বিভেকের বিচার জাননা বলেই আমার এসব বলা।
যদি এমন দিন আসে সেদিন হয়তো আমি তোমা
হতে বেশি দুরে রবো না,সেখানে
তোমার কান্না আমায় স্পর্শ করবে ।
সেই চোখের জল মনে করিয়ে দিবে
আমায় কেউ কষ্ট দিত ।
মনে করিয়ে দিবে
আমার চোখের জল
কারো হৃদয়ের আনন্দ ছিল ।
কোন এক মায়াবী আমায় ভালবেসে ছিল।
কোন এক দিন তোমার জীবনেও আসবে না ,
সেদিন স্মৃতির তীব্র ছোবল তোমাকেও কাঁদাবে ,
ভাবছো অভিশাপ দিচ্ছি?
না,তুমি তোমাকেই চিনলে না
চোখে স্বপ্ন বুনলে,গাছ হল,ফল হল
ভোগ করলে না,মাকাল ফল ভেবে
বিভেকের বিচার জাননা বলেই আমার এসব বলা।
যদি এমন দিন আসে সেদিন হয়তো আমি তোমা
হতে বেশি দুরে রবো না,সেখানে
তোমার কান্না আমায় স্পর্শ করবে ।
সেই চোখের জল মনে করিয়ে দিবে
আমায় কেউ কষ্ট দিত ।
মনে করিয়ে দিবে
আমার চোখের জল
কারো হৃদয়ের আনন্দ ছিল ।
কোন এক মায়াবী আমায় ভালবেসে ছিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ০৮/০৩/২০১৬ভাল লাগল
-
নুফরাত জেরীন ০৮/০৩/২০১৬ভালো লিখেছেন
-
পদ্মনীল ০৮/০৩/২০১৬বেশ হয়ছে
-
রাশেদ খাঁন ০৭/০৩/২০১৬valo laglo
-
মনিরুজ্জামান শুভ্র ০৭/০৩/২০১৬বেশ লিখেছেন। ভাল লাগলো।
-
হৃদয় অন্তর ইয়াছিন ০৬/০৩/২০১৬nice
-
নির্ঝর ০৬/০৩/২০১৬সুন্দর লেখা