চাওয়া পাওয়ার দোলায়
মনে কর তুমি আমি
দুরন্ত এক ঘোড়ার পিঠে ছুটছি আর ছুটছি
বন্ধুর পথ,সূর্যের উত্তাপ,তোমাকে হারানোর ভয়
তবুও আমি চাইবো
ঘোড়া ছুটে চলুক অনন্তকাল
তোমার পর্স্শে স্পন্দিত হতে।
আর তুমি!
হয়তো কোন এক রাতে
ঝড়ের তান্ডবে তোমার ঘুম গেল ভেঙ্গে
তুমি ভয়ে আমার বুকে জড়সড় হয়ে রইলে
তুমি তোমাতে থেকেও আমার হয়ে।
আমি চাইবো সেই ঝড় না থামুক কোন দিন।
আর তুমি!
ধরো,ট্রেনের কামরায় তুমি আমি পাশাপাশি
তুমি আমার কাঁদে মাথা রেখে ঘুমে বিভোর
আমি চাইবো তুমি ঘুমিয়ে থাক অনন্তকাল
ঘুম ভাঙ্গার পর যাতে কোন নতুন স্বপ্ন
তোমায় ইশারায় না ডাকে।
আর তুমি!
অন্ধকারে তুমি আমি একা
আমি চাইবো দুষ্টুমির পাল তুলে
আমায় ভাসাবো তোমায় তরণী করে।
আর তুমি!
আমি কামনা করি
তুমি আমার না হয়ে
আমাকে তোমার করে নাও।
আর তুমি!
তোমার আমার মিলনে
আবেগ আকাঙ্খা যদি মলিন হয়,
তাইতো আমি চাই
তোমার আমার পথ যেন এক না হয়।
আর তুমি!
দুরন্ত এক ঘোড়ার পিঠে ছুটছি আর ছুটছি
বন্ধুর পথ,সূর্যের উত্তাপ,তোমাকে হারানোর ভয়
তবুও আমি চাইবো
ঘোড়া ছুটে চলুক অনন্তকাল
তোমার পর্স্শে স্পন্দিত হতে।
আর তুমি!
হয়তো কোন এক রাতে
ঝড়ের তান্ডবে তোমার ঘুম গেল ভেঙ্গে
তুমি ভয়ে আমার বুকে জড়সড় হয়ে রইলে
তুমি তোমাতে থেকেও আমার হয়ে।
আমি চাইবো সেই ঝড় না থামুক কোন দিন।
আর তুমি!
ধরো,ট্রেনের কামরায় তুমি আমি পাশাপাশি
তুমি আমার কাঁদে মাথা রেখে ঘুমে বিভোর
আমি চাইবো তুমি ঘুমিয়ে থাক অনন্তকাল
ঘুম ভাঙ্গার পর যাতে কোন নতুন স্বপ্ন
তোমায় ইশারায় না ডাকে।
আর তুমি!
অন্ধকারে তুমি আমি একা
আমি চাইবো দুষ্টুমির পাল তুলে
আমায় ভাসাবো তোমায় তরণী করে।
আর তুমি!
আমি কামনা করি
তুমি আমার না হয়ে
আমাকে তোমার করে নাও।
আর তুমি!
তোমার আমার মিলনে
আবেগ আকাঙ্খা যদি মলিন হয়,
তাইতো আমি চাই
তোমার আমার পথ যেন এক না হয়।
আর তুমি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিষেক মিত্র ২৪/০২/২০১৬চমৎকার
-
মনিরুজ্জামান জীবন ২৩/০২/২০১৬অপূর্ব, কবির জন্য শুভকামনা।
-
মাহাবুব ২৩/০২/২০১৬সুন্দর, ভালো লাগলো কবি, শুভেচ্ছা নিবেন।