অনুকাব্য-স্বভাব
অনুকাব্য-স্বভাব
এক
বকের কাছে কাকের প্রশ্ন
তুমি সাদা আমি কালো
বলতো কে বেশী ভাল?
সাদা-কালোয় হয়না বিচার
এটা যদি মানো
ভাল মন্দের তফাৎ করতে
স্বভাবকে আগে জানো।
দুই
কুকুর শিয়াল একই রকম
তফাৎ শুধু লেজে,
কুকুর থাকে মোড়ল সেজে
শিয়াল চোরের বেশে।
তিন
ইদুর দেখলেই বিড়াল করে তাড়া
মিঁয়াও মিঁয়াও গালি দেয়
পাজি লক্ষীছাড়া।
ঠিক তেমনি বিড়াল দেখলে
কুকুর তেড়ে আসে,
দৌড়াইলে দৌড়িতে হয়
বুঝে তখন শেষে।
চার
রামছাগলের বিয়ে হচ্ছে
দায়িত্বভার শিয়ালের
অপাত্রে অমূল্য ভার
অভাব শুধু খেযালের।
পাঁচ
একই প্রানী দুটি নাম
ষাঁড় আর বলদ
নামের মধ্যে তফাতটা কি
কিবা তার গলদ!
যৌবন কালে যুদ্ধা আর
প্রবীন কালে বুদ্ধা,
পশু মরিলে মুদ্রা আর
মানুষ মরিলে মুর্দা।
এক
বকের কাছে কাকের প্রশ্ন
তুমি সাদা আমি কালো
বলতো কে বেশী ভাল?
সাদা-কালোয় হয়না বিচার
এটা যদি মানো
ভাল মন্দের তফাৎ করতে
স্বভাবকে আগে জানো।
দুই
কুকুর শিয়াল একই রকম
তফাৎ শুধু লেজে,
কুকুর থাকে মোড়ল সেজে
শিয়াল চোরের বেশে।
তিন
ইদুর দেখলেই বিড়াল করে তাড়া
মিঁয়াও মিঁয়াও গালি দেয়
পাজি লক্ষীছাড়া।
ঠিক তেমনি বিড়াল দেখলে
কুকুর তেড়ে আসে,
দৌড়াইলে দৌড়িতে হয়
বুঝে তখন শেষে।
চার
রামছাগলের বিয়ে হচ্ছে
দায়িত্বভার শিয়ালের
অপাত্রে অমূল্য ভার
অভাব শুধু খেযালের।
পাঁচ
একই প্রানী দুটি নাম
ষাঁড় আর বলদ
নামের মধ্যে তফাতটা কি
কিবা তার গলদ!
যৌবন কালে যুদ্ধা আর
প্রবীন কালে বুদ্ধা,
পশু মরিলে মুদ্রা আর
মানুষ মরিলে মুর্দা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ১৬/০৪/২০১৬darun anu kobita . porey mudhha hplam ami .
-
দেবাশীষ দিপন ১০/০২/২০১৬খুবই চমৎকার।
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ১০/০২/২০১৬darun......
-
মনিরুজ্জামান জীবন ০৯/০২/২০১৬নান্দনিক।
-
বিদ্রোহী ফাহিম খান ০৯/০২/২০১৬সহমত
-
ধ্রুব রাসেল ০৯/০২/২০১৬চমৎকার লিখছেন। তবে ছন্দ সম্পূর্ণ বজায় রাখলে আরো ভাল লাগতো।