অবহেলে
সোনার বাংলায় সোনার মেলা
সোনার মূল্য বুজিনা তাই
আমরা করি হেলা ফেলা।
মিডিয়াতে দেশ প্রেমিকের ছড়া ছড়ি
নর্দমাতে নেমে কয়না
এসো মিলে পরিস্কার করি।
চোখ বুজেই কাটছে যাবর
কেউ রাখে না দশের খবর।
করিম শেখে ছাগল বেচে
টাকা গুনে রহিমে,
গোয়াল ভরা গরু আর নাই
দখল করছে শিয়ালে।
সোনার বাংলায় সোনা আছে
নোংরা করছে বিড়ালে।
স্বাধিনতার র্পূন সুখ ফিরবে আবার
শিয়াল গুলো তাড়ালে।
সোনার মূল্য বুজিনা তাই
আমরা করি হেলা ফেলা।
মিডিয়াতে দেশ প্রেমিকের ছড়া ছড়ি
নর্দমাতে নেমে কয়না
এসো মিলে পরিস্কার করি।
চোখ বুজেই কাটছে যাবর
কেউ রাখে না দশের খবর।
করিম শেখে ছাগল বেচে
টাকা গুনে রহিমে,
গোয়াল ভরা গরু আর নাই
দখল করছে শিয়ালে।
সোনার বাংলায় সোনা আছে
নোংরা করছে বিড়ালে।
স্বাধিনতার র্পূন সুখ ফিরবে আবার
শিয়াল গুলো তাড়ালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬অপূর্ব আত্মশুদ্ধির লেখা কবি।
-
আশরাফুল ইসলাম শিমুল ২৬/০১/২০১৬খুব ভালো
-
হরেকৃষ্ণ দে ২৬/০১/২০১৬ভালো লাগলো,অভ্যন্তরিন অর্থের ব্যাপকতা পেলাম।সুন্দরতর হোক সব ।শুভেচ্ছা ও শুভকামনা।
-
ধ্রুব রাসেল ২৩/০১/২০১৬বানান গুলো দেখে নিবেন: বুজিনা, বুজেই, পরিস্কার, স্বাধিনতা।
-
অভিষেক মিত্র ২৩/০১/২০১৬বেশ লাগল দাদা
-
প্রদীপ চৌধুরী ২৩/০১/২০১৬লেখাটি অর্থ পূর্ণ কিন্তু ছন্দ প্রথম দকে একটু ঠিক থাকলেও পরে তা বজায় রাখা হয়নি|
লিখতে থাকুন আমরা পাশে আছি আপনাদের| নিয়মিত লিখুন তাহলে ভুল ত্রুটি কম হবে| -
মনিরুজ্জামান শুভ্র ২৩/০১/২০১৬ভাল লিখেছেন। কিন্তু অনেক বানান ভুল। একটু দেখে নিবেন ।