অর্জন
ভুল থেকে শিখেছি,জীবন চলার পথে
কেউ না কেউ সাথী হয় কিন্ত কেউ
আপণ হয় না।
কষ্ট থেকে শিখেছি ,মানুষ গুনী হয়
কিন্ত নিস্পাপ হয়না।
মানুষ কখনো কখনো পাথর হয়ে যায় |
কিন্তু জীবণ থেমে থাকেনা।
অভিমান থেকে বুঝেছি,আবেগের মধুর প্রতারনা
দৃষ্টিতে দুরত্ব,মনে ধূলোমাখা স্মৃতির পদচারনা।
প্রিয়জন আপন থেকে পর!
প্রেমে জেনেছি,মনের সাথে মনের মিলনই শেষ নয়
দেহ ও মন দুটোর সমন্বয়।
আর বাস্তবতায় শেখা,সময়ে সচেনতা
বদলে যাওয়া,জেগে থেকেও ঘুমের ভান ধরা
মরা নয় কান নড়া খাওয়া।
কেউ না কেউ সাথী হয় কিন্ত কেউ
আপণ হয় না।
কষ্ট থেকে শিখেছি ,মানুষ গুনী হয়
কিন্ত নিস্পাপ হয়না।
মানুষ কখনো কখনো পাথর হয়ে যায় |
কিন্তু জীবণ থেমে থাকেনা।
অভিমান থেকে বুঝেছি,আবেগের মধুর প্রতারনা
দৃষ্টিতে দুরত্ব,মনে ধূলোমাখা স্মৃতির পদচারনা।
প্রিয়জন আপন থেকে পর!
প্রেমে জেনেছি,মনের সাথে মনের মিলনই শেষ নয়
দেহ ও মন দুটোর সমন্বয়।
আর বাস্তবতায় শেখা,সময়ে সচেনতা
বদলে যাওয়া,জেগে থেকেও ঘুমের ভান ধরা
মরা নয় কান নড়া খাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৯/০১/২০১৬ভালো লাগলো।
-
প্রদীপ কুমার দে ১৮/০১/২০১৬ভাল হয়েছে।