মনুষ্য জীবন
অদ্ভুত মানুষের জীবন প্রণালী
শ্রেনী বৈষম্য বল আর
জীবনের ধাপ গুলি বল একই,
জীবনের বাকে বাকে আছে দু:খ কষ্ট,
সেটা শুধু টাকার জন্য নয়
এক এক সময়ে এক এক কারনে
কখনো নিজের ঘরে নিজেকে আশ্রিত হতে হয়
অনেক সময় সব জেনেও নির্বোধ সেজে থাকা
অপরাধ না করেও অপরাধী হওয়া
কত কি চড়াই উৎরাই পাড় হয়
তার আর শেষ নাই।
তবুও জীবন কেটে যায় জীবনের নিয়মে।
শ্রেনী বৈষম্য বল আর
জীবনের ধাপ গুলি বল একই,
জীবনের বাকে বাকে আছে দু:খ কষ্ট,
সেটা শুধু টাকার জন্য নয়
এক এক সময়ে এক এক কারনে
কখনো নিজের ঘরে নিজেকে আশ্রিত হতে হয়
অনেক সময় সব জেনেও নির্বোধ সেজে থাকা
অপরাধ না করেও অপরাধী হওয়া
কত কি চড়াই উৎরাই পাড় হয়
তার আর শেষ নাই।
তবুও জীবন কেটে যায় জীবনের নিয়মে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৩/০১/২০১৬সুন্দর কবিতাটি।
-
সুব্রত দাশ আপন ২৮/১২/২০১৫বাস্তব ব্যাতিক্রমী প্রতিবাদ মুখর কবিতা। বেশ ভালো লাগলো।
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৭/১২/২০১৫নিষ্ঠুরতার পিরামিডে চাপা পড়ে জীবনের আনন্দময় মুহুর্তগুলো যাকে সবচাইতে কঠিন বলে আর্তনাদ করতে থাকে সে হল সময়।
-
প্রদীপ কুমার দে ২৭/১২/২০১৫জীবন নদীর মতোয় প্রবাহমান। থেমে থাকা জীবনের বৈশিষ্ট্য নয়।
কবিতাটিতে বাস্তব লড়াই পরিলক্ষিত। খুব সুন্দর! -
নূরুল ইসলাম ২৬/১২/২০১৫সুন্দর কবিতা।
পাড়>পার?
ধন্যবাদ।