অবুঝের বুজ
তুমি আজও অজানা
কিন্ত চোখ দুটি চেনা।
ঐ চোখে নদী আছে
আকাশ আছে
সেখানে ভালবাসার পর্স্শগুলো
সুখ নিদ্রা যায় বৃক্ষতলে।
চোখ ফিরালেই সবই জলে
এই নিভে যাও উঠ জ্বলে।
হাস যখন গালে ভাজ
দুটি ঠোটের কারুকাজ
বুবের মাংস গন্ধ লোকায়
ফুলেল সৌরভে।
পেটে কথা মুখে লাজ
হাত বাড়িয়েও মনে ভাজ।
ইচ্ছে হয় বলি কথা
জেনে নিই মনের কথা
অবুঝ মনও দেয় বাধা
আজও তোমায় হয়নি চেনা
কেমনে বাজাই প্রেমের বীনা।
তোমার আকাশ মেঘ ঝড়ালে
বৃক্ষতলে ঘুমিয়ে থাকা
জাগবে ভালবাসা,
ইচ্ছে গুলো সামনে রেখে
বলবো তারে
পূর্ন করো আশা।
কিন্ত চোখ দুটি চেনা।
ঐ চোখে নদী আছে
আকাশ আছে
সেখানে ভালবাসার পর্স্শগুলো
সুখ নিদ্রা যায় বৃক্ষতলে।
চোখ ফিরালেই সবই জলে
এই নিভে যাও উঠ জ্বলে।
হাস যখন গালে ভাজ
দুটি ঠোটের কারুকাজ
বুবের মাংস গন্ধ লোকায়
ফুলেল সৌরভে।
পেটে কথা মুখে লাজ
হাত বাড়িয়েও মনে ভাজ।
ইচ্ছে হয় বলি কথা
জেনে নিই মনের কথা
অবুঝ মনও দেয় বাধা
আজও তোমায় হয়নি চেনা
কেমনে বাজাই প্রেমের বীনা।
তোমার আকাশ মেঘ ঝড়ালে
বৃক্ষতলে ঘুমিয়ে থাকা
জাগবে ভালবাসা,
ইচ্ছে গুলো সামনে রেখে
বলবো তারে
পূর্ন করো আশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ১৮/০১/২০১৬বিধান সময়ের অতি উৎকৃষ্ট লেখা।
-
হিরণ্য হারুন ২২/১২/২০১৫সুন্দর হয়েছে
-
মাহাবুব ১৭/১২/২০১৫লাগলো ভালো কবি।
-
ইসরাত রিতুল ১৫/১২/২০১৫চমৎকার।
-
মাহাবূব ১৫/১২/২০১৫ভালো লাগল চালিয়ে যান।
-
দেবাশীষ দিপন ১৪/১২/২০১৫ভালো লাগলো।