বসন্তের পড়ে
অতীতের দিনগুলো কিভাবে কখন
হাস্যকর হয়ে গেল, সবাই জানলো
অথচ জানলো না মন।
একদিন দুপুর বেলা উত্তাপ বাতাসে
বদ্ধ ঘরের খোলা মেঝোয়
মায়ের গায়ের গন্ধ ভাসে।
অন্ধ বাবা কে কে বলে
তাহার মানসনেত্র করছে বিচরণ।
হাস্যকর হয়ে গেল, সবাই জানলো
অথচ জানলো না মন।
একদিন দুপুর বেলা উত্তাপ বাতাসে
বদ্ধ ঘরের খোলা মেঝোয়
মায়ের গায়ের গন্ধ ভাসে।
অন্ধ বাবা কে কে বলে
তাহার মানসনেত্র করছে বিচরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হিরণ্য হারুন ০২/১১/২০১৫নান্দনিক
-
শমসের শেখ ০১/১১/২০১৫অনেক ভালো লিখেছেন।
-
মনিরুজ্জামান শুভ্র ৩১/১০/২০১৫চমৎকার । খুব ভাল লিখেছেন ।