জীবনের বাঁকে
মরুর উপাড়ে শান্তির নীড়
শত জনমের সাধ
উট্ট পিষ্ঠে অতিষ্ঠ যাত্রীর।
লগ্ন সংলগ্লনে কান্তির নিশান
মমতার পানসী জরাজীর্ন
নগ্ন বাহুতে হতাশার বেড়ী।
ইষ্ট বিড়ালের ইদুরে সমর্পন
জীবন মাড়িয়ে দৃষ্টির পিছনে অতীত
জরাজীর্ন দেয়ালের এক পিঠে ইতিহাস
অন্য পিঠে প্রানহীন চেনা মুখ।
প্রয়োজন শূন্য,খোলস ছাড়াবার পায়তারা।
সুখ শংকিত,সাধ ঘোড়ার মত দূর্বার
প্রেরনা স্তম্ভিত বাস্তবতায়।
শেষে মাকড়সায় অনুকরণ
অন্ধকারে হেটে চলা,
হয়তো আলো নয়তো কালো
ভাগ্য হয়নি ঠিক এখনো এলোমেলো।
শত জনমের সাধ
উট্ট পিষ্ঠে অতিষ্ঠ যাত্রীর।
লগ্ন সংলগ্লনে কান্তির নিশান
মমতার পানসী জরাজীর্ন
নগ্ন বাহুতে হতাশার বেড়ী।
ইষ্ট বিড়ালের ইদুরে সমর্পন
জীবন মাড়িয়ে দৃষ্টির পিছনে অতীত
জরাজীর্ন দেয়ালের এক পিঠে ইতিহাস
অন্য পিঠে প্রানহীন চেনা মুখ।
প্রয়োজন শূন্য,খোলস ছাড়াবার পায়তারা।
সুখ শংকিত,সাধ ঘোড়ার মত দূর্বার
প্রেরনা স্তম্ভিত বাস্তবতায়।
শেষে মাকড়সায় অনুকরণ
অন্ধকারে হেটে চলা,
হয়তো আলো নয়তো কালো
ভাগ্য হয়নি ঠিক এখনো এলোমেলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ২৬/১০/২০১৫খুব সুন্দর লেখা ।
-
বিমূর্ত পথিক ২৫/১০/২০১৫কিসের যেন একটা মোহ খুঁজে পেলাম। ভালো লাগলো পড়ে।
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/১০/২০১৫অসাধরণ লিখেছেন কবি।
দারুন অনুভূতি।