হালখাতা
হঠাৎ আজ মনে হল আচঁ
মনের মলাট যাচ্ছে খুলে
হচ্ছেনা আর ভাজ।
মনের সাথে মনের মিলন
ভালতে যায় মিশে,
ভাবেনা মন কে সে
আপন মানুষ পর হয়ে যায়
থাকে না আর পাশে।
মন থেকে আজ এটায় চাওয়া
পূর্ন হোক সকল পাওয়া
থাক তুমি সুখে
দোষ যদি হয় ভুলে যেও
গুনটা রেখ মনে।
আজকে তোমার বিদায় বেলায়
খুললাম মনের পাতা,
তোমার সুখের প্রথম পাতায়
আমার হালখাতা।
মনের মলাট যাচ্ছে খুলে
হচ্ছেনা আর ভাজ।
মনের সাথে মনের মিলন
ভালতে যায় মিশে,
ভাবেনা মন কে সে
আপন মানুষ পর হয়ে যায়
থাকে না আর পাশে।
মন থেকে আজ এটায় চাওয়া
পূর্ন হোক সকল পাওয়া
থাক তুমি সুখে
দোষ যদি হয় ভুলে যেও
গুনটা রেখ মনে।
আজকে তোমার বিদায় বেলায়
খুললাম মনের পাতা,
তোমার সুখের প্রথম পাতায়
আমার হালখাতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ১৯/১০/২০১৫
-
Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫চমৎকার লিখেছেন
অপূর্ব,
ভাষাহত আমি...