কবির ভাবনা সমাজের দায়
অন্যায়ের সুফল-কুফল,উন্নয়ন,অবক্ষয়,ভালবাসা ভাললাগা,প্রকৃতি ইত্যাদি বিষয় কবি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কবিতায় সমাজকে জানান দেন।এখানে কবি পথ পর্দশক মাত্র। বাকি কাজ সমাজের সচেতনতার সুফলন।তবে কবির র্সাথকতা এই সমাজের চোখে তার দিক র্নিদেশনা কতটুকু পষ্ট।আর এই র্সাথকতা পেতে বেশি বেশি করে লিখতে লিখতে র্সাথক কবিতে রূপ নিবে
রবীন্দ্র নাথ,নজরুল কিন্তু এক দিনে বিখ্যাত হননি।সা-রে- গা-মা থেকেই সুন্দর গানে রূপ নেয়।
হি-জি -বি-জি থেকেই কবিতার পথের দিকে হাটা শুরু হয়। কোন সময় যে মূল্য বান কখার জন্ম নিবে তা কেউ বলতে পারে না।
রবীন্দ্র নাথ,নজরুল কিন্তু এক দিনে বিখ্যাত হননি।সা-রে- গা-মা থেকেই সুন্দর গানে রূপ নেয়।
হি-জি -বি-জি থেকেই কবিতার পথের দিকে হাটা শুরু হয়। কোন সময় যে মূল্য বান কখার জন্ম নিবে তা কেউ বলতে পারে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১৯/১০/২০১৫সঠিক
-
এস এম সাব্বির ১৯/১০/২০১৫সঠিক