নিশিভোর
অনেক বেদনায় গঁড়া জীবন
আশায় হতাশা আলোতে আঁধার
আর উপহাসে ভূবন।
এলো মেলো হৃদয়ে বাতাসের ক্ষন
ভরে গেল সুখের সময়
মন্দে শন শন।
দীর্ঘ সময় ধরে মনোবল শক্ত করে
আশা হল খানি
তবুও পেলাম না প্রতিদান আমি।
জ্বালাতে চাইলে সুখের আলো
নিভে যায় জানি
কুলক্ষনে লেখা মোর বিধিলিপি খানি।
রাতের আঁধার পেরিয়ে গেল
জাগ্রত হল আশা মোর
চোখ মেলে দেখি আজও হয়নি নিশিভোর।
আশায় হতাশা আলোতে আঁধার
আর উপহাসে ভূবন।
এলো মেলো হৃদয়ে বাতাসের ক্ষন
ভরে গেল সুখের সময়
মন্দে শন শন।
দীর্ঘ সময় ধরে মনোবল শক্ত করে
আশা হল খানি
তবুও পেলাম না প্রতিদান আমি।
জ্বালাতে চাইলে সুখের আলো
নিভে যায় জানি
কুলক্ষনে লেখা মোর বিধিলিপি খানি।
রাতের আঁধার পেরিয়ে গেল
জাগ্রত হল আশা মোর
চোখ মেলে দেখি আজও হয়নি নিশিভোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rima Malek ১৩/১১/২০১৫Marvelous !!
-
নির্ঝর ১৮/১০/২০১৫সুন্দর হয়ছে
-
এস এম সাব্বির ১৮/১০/২০১৫ভালো
-
আহমাদ আবদুল কাইয়ুম ১৬/১০/২০১৫নিশিদিন ভোর হয়
-
আহমাদ আবদুল কাইয়ুম ১৬/১০/২০১৫সহি কথা
-
Md. Ashik Hossain Rone ১৬/১০/২০১৫সুন্দর কবিতা।
-
নির্ঝর ১৬/১০/২০১৫সুন্দর
-
ফয়সাল শাহ ১৬/১০/২০১৫Likhati valo chonditi aro guchiye likhte parten
-
শমসের শেখ ১৬/১০/২০১৫অতুলনীয় লেখা লিখেছেন। কবিতায় বার বার স্বপ্ন ভেঙ্গে যাওয়ার একটা প্রতিফলন ফুটে উঠেছে। তবে "আশা হলো খানি" এখানে "খানি" দিয়ে যা বুঝাইতে চাইছেন তা স্পষ্ট নয়।