বাল্য বিবাহ
লজ্জাবতীর লজ্জা নিয়ে
চাঁদ থেকে জোসনা মেখে
কাজল ঘেরা পল্রীগাঁয়ে
জন্ম হল যার,
মা বাপে নাম রেখেছে
ফালানী তার।
দাঁতগুলো সব ইদুঁর ছানার
চুলগুলো সব বিজয় নিশান
হাঁসি মুক্তোর হার।
নাকটি তাহার কুড়িয়ে পাওয়া
ঠোট করেছে ধার।
দুঃখের দিনে কাঁদতো সে
হাসতো সুখের দিনে,
সব কিছু তার হারিয়ে গেছে
বিয়ের দাঁড়ি টেনে।
কান কথা সে শুনে না
গোপন পেটে রাখে না
ভাল মন্দের মাপ কাঠিটা
ভেঙ্গে গেছে তার,
বাড়ির লোকে দোষ করে
তার উপর হয় পার।
হাসবে বলে সুখের বিয়ে
অকালেই পায় তারে,
সুখের স্বর্গ হারিয়ে গেছে
স্বামীর অত্যাচারে।
দশটি বছর কেটে গেছে
বিয়ে হয়েছে তার,
মা ডাকে কুলভরেনি
একটু দয়া হয়নি বিধাতার।
নামের গুনটাই মুচকি হেসে
দিল তাকে দেখা,
সোনার শরীর দেহতো নয়
শত রোগে মাখা।
জীবন নামের সামাজিকতা
গ্রাস করেছে তারে,
ভাবছি আমি এর জন্য দোষবো কাকে
মানুষ নাকি মানবতাকে?
চাঁদ থেকে জোসনা মেখে
কাজল ঘেরা পল্রীগাঁয়ে
জন্ম হল যার,
মা বাপে নাম রেখেছে
ফালানী তার।
দাঁতগুলো সব ইদুঁর ছানার
চুলগুলো সব বিজয় নিশান
হাঁসি মুক্তোর হার।
নাকটি তাহার কুড়িয়ে পাওয়া
ঠোট করেছে ধার।
দুঃখের দিনে কাঁদতো সে
হাসতো সুখের দিনে,
সব কিছু তার হারিয়ে গেছে
বিয়ের দাঁড়ি টেনে।
কান কথা সে শুনে না
গোপন পেটে রাখে না
ভাল মন্দের মাপ কাঠিটা
ভেঙ্গে গেছে তার,
বাড়ির লোকে দোষ করে
তার উপর হয় পার।
হাসবে বলে সুখের বিয়ে
অকালেই পায় তারে,
সুখের স্বর্গ হারিয়ে গেছে
স্বামীর অত্যাচারে।
দশটি বছর কেটে গেছে
বিয়ে হয়েছে তার,
মা ডাকে কুলভরেনি
একটু দয়া হয়নি বিধাতার।
নামের গুনটাই মুচকি হেসে
দিল তাকে দেখা,
সোনার শরীর দেহতো নয়
শত রোগে মাখা।
জীবন নামের সামাজিকতা
গ্রাস করেছে তারে,
ভাবছি আমি এর জন্য দোষবো কাকে
মানুষ নাকি মানবতাকে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২০/১১/২০১৫sundar
-
বিকাশ দাস ১২/১০/২০১৫বাল্য বিবাহ ভালো হয়েছে। লিখতে থাকো।
-
পরশ ১১/১০/২০১৫রাইট
-
সুহেল ইবনে ইসহাক ১০/১০/২০১৫Nipad jak sob bad,
Joy houk manobotabad, -
নূরুজ্জামান নাঈম ১০/১০/২০১৫ভাব কবিতার তবে, কবিতাকে তার রূপ দিতে চাইলে আরও পরিশ্রম প্রয়োজন।
-
এইচ আই হাবীব ১০/১০/২০১৫লিখাটি বেশ চমত্কার ! তবে বানান সতর্কতা প্রয়োজন ।
-
ঋজু কবি ১০/১০/২০১৫অসাধারন ভাবনা । অন্যন্য লেখনী ...।
-
ইফতেখারুল বাঁধন ১০/১০/২০১৫বেশ লিখেছেন ভাই