আড়াল হওয়ার লড়াই
সৃষ্টির শ্রেষ্ঠ এক মানবীকে ভাল ভেসেছিলাম
হৃদয় আমার ছিনিয়ে নিল সে আড়াল হল
আমি হেরে গেলাম।
সকালের সূর্যকে মিনতি করে বললাম
ঘৃনিত মানুষের কাছ থেকে মুক্ত করে
আমাকে তোমার সাথী কর
সে সন্ধ্যায় লুকিয়ে গেল।
নীল আকাশকে ভালভেসে আহবান জানালাম
সে লজ্জায় রক্তরাঙ্গা হয়ে গল।
বললাম চাঁদ তুমি কত সুন্দর নেবে আমায়
না না আমার সাথে কি তোমায় মানায়!
অন্ধকার ছুটছিল আমি হেকে বললাম
আমাকেউ নিয়ে চল।
অন্ধকার রেগে গেল বলল আমায়
আমি আঁলোকে চাই মোর পথ ছেড়ে কথা বল।
উচুর দিকে সবার নজর সবাই খুজে চাঁদ
নজর দোষে পায়ের কাছে নিজেই খুড়ে ফাঁদ।
হৃদয় আমার ছিনিয়ে নিল সে আড়াল হল
আমি হেরে গেলাম।
সকালের সূর্যকে মিনতি করে বললাম
ঘৃনিত মানুষের কাছ থেকে মুক্ত করে
আমাকে তোমার সাথী কর
সে সন্ধ্যায় লুকিয়ে গেল।
নীল আকাশকে ভালভেসে আহবান জানালাম
সে লজ্জায় রক্তরাঙ্গা হয়ে গল।
বললাম চাঁদ তুমি কত সুন্দর নেবে আমায়
না না আমার সাথে কি তোমায় মানায়!
অন্ধকার ছুটছিল আমি হেকে বললাম
আমাকেউ নিয়ে চল।
অন্ধকার রেগে গেল বলল আমায়
আমি আঁলোকে চাই মোর পথ ছেড়ে কথা বল।
উচুর দিকে সবার নজর সবাই খুজে চাঁদ
নজর দোষে পায়ের কাছে নিজেই খুড়ে ফাঁদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ১৭/১০/২০১৫ভালোই লাগলো, বাস্তবতা নিয়ে লেখা
-
Md. Ashik Hossain Rone ১৬/১০/২০১৫অতুলনীয় লেখা লিখেছেন ।
-
বিকাশ দাস ১১/১০/২০১৫কবিতা দোষ মুক্ত। ভালো।
-
দেবব্রত সান্যাল ১০/১০/২০১৫কবি বড় অসহায় !
-
শমসের শেখ ১০/১০/২০১৫ভাই লেখার গঠন অনেক সুন্দর তবে যে কোন লেখার নামকরন লেখার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেদিকে আর একটু খেয়াল রাখতে হবে।
-
ঋজু কবি ১০/১০/২০১৫সুন্দর ভাবনা । অন্যন্য লেখনী ।
-
শরীফ আহমেদ ০৯/১০/২০১৫বেশ ভালো