বেচেঁ থাকা মানে নির্বাসন
সাধ নেই বেচেঁ থাকা অনর্থক নির্বাসনে
এই পৃথিবী লোকারন্য আমার কাছে জনশূন্য
জন আছে মন নেই,চোখ আছে সুদৃষ্টি নেই।
রূপের বাহারে সবাই মগ্ন,গুনের সমাদরে উদাসীন্।
আপন যারা পর,নরগময় ঘর
স্বপ্ন বুনি,হয় দুঃস্বপ্নের বালুচর।
হতাশা, কষ্ট আর বেদনা কানায় কানায় পূর্ন
না পাওয়া অনেক,পাওয়ার হিসাব সবটাই শূন্য।
যেখানে অপরাধে নেই অনুসূচনা সেখানে
বাচাঁ নয় সব বির্সজন।
এই পৃথিবী লোকারন্য আমার কাছে জনশূন্য
জন আছে মন নেই,চোখ আছে সুদৃষ্টি নেই।
রূপের বাহারে সবাই মগ্ন,গুনের সমাদরে উদাসীন্।
আপন যারা পর,নরগময় ঘর
স্বপ্ন বুনি,হয় দুঃস্বপ্নের বালুচর।
হতাশা, কষ্ট আর বেদনা কানায় কানায় পূর্ন
না পাওয়া অনেক,পাওয়ার হিসাব সবটাই শূন্য।
যেখানে অপরাধে নেই অনুসূচনা সেখানে
বাচাঁ নয় সব বির্সজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ আবদুল কাইয়ুম ০৯/১০/২০১৫খুব ভালো
-
শমসের শেখ ০৯/১০/২০১৫কবি ভালোই লিখেছেন
-
রাশেদ খাঁন ০৮/১০/২০১৫হতাশা কাটিয়ে উঠুন
-
তপন দাস ০৮/১০/২০১৫এতো হতাশা!
প্রথম লাইনের শেষ বানানটা বোধ হয় ভুল! -
ঋজু কবি ০৮/১০/২০১৫বেশ সুন্দর কবিতা । সুন্দর বলেছেন কবিতাতে ।
-
রুহুল আমীন রৌদ্র. ০৮/১০/২০১৫হতাশায় পূর্ণ কবিতা। হতাশ হবেন না কবি। ধৈর্য্য রাখুন।