পাখি সমাচার
কোকিল ধরলে গান
বসন্ত এসেছে ধরায়
ফুলেরা সুবাস ছড়ায়
ভালবাসা পায় প্রান।
পোষা পাখি ময়না
কথায় কথায় বায়না।
লাল ঠোটের টিয়া
করবে নাকি বিয়া
মগডালে বসে থাকে
পেতে সঙ্গীর দেখা।
একপায়ে দাড়িয়ে বক
মাছধরা তার খুব সখ
পায় যদি পুটি
ধরবে চেপে টুটি।
টুপকরে ধরে মাছ
সে তো মাছরাঙ্গা
আয়েস করে খেয়ে
শরীর করে চাঙ্গা।
বাবুই বানায় বাসা
তাল গাছের পরে
ছনের চালে চড়ুইপাখি
জ্বলে পুড়ে মরে।
কর্কশ কন্ঠী কাক
আবর্জনা করে শেষ
দূষন থেকে বাচিয়ে
রক্ষা করে পরিবেশ।
বসন্ত এসেছে ধরায়
ফুলেরা সুবাস ছড়ায়
ভালবাসা পায় প্রান।
পোষা পাখি ময়না
কথায় কথায় বায়না।
লাল ঠোটের টিয়া
করবে নাকি বিয়া
মগডালে বসে থাকে
পেতে সঙ্গীর দেখা।
একপায়ে দাড়িয়ে বক
মাছধরা তার খুব সখ
পায় যদি পুটি
ধরবে চেপে টুটি।
টুপকরে ধরে মাছ
সে তো মাছরাঙ্গা
আয়েস করে খেয়ে
শরীর করে চাঙ্গা।
বাবুই বানায় বাসা
তাল গাছের পরে
ছনের চালে চড়ুইপাখি
জ্বলে পুড়ে মরে।
কর্কশ কন্ঠী কাক
আবর্জনা করে শেষ
দূষন থেকে বাচিয়ে
রক্ষা করে পরিবেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫
-
সাইদুর রহমান ২০/০৯/২০১৫খুব ভালো লাগলো।
-
সুলতান মাহমুদ ২০/০৯/২০১৫সুন্দর
-
ইমরান কবির রুপম ২০/০৯/২০১৫বেশ সুন্দর ছড়াতো
-
সবুজ আহমেদ কক্স ২০/০৯/২০১৫নাইস
-
নাসিফ আমের চৌধুরী ১৯/০৯/২০১৫কবিতার চেয়ে ছ্ড়া হিসেবে বেশি পরিচয় দেয়া যায়
অসাধারণ।