তেলবাজি
বসের মলিন মুখ দেখে সহসাই বলে আহা
ভাল কিংবা মন্দে কথায় কথায় বাহবা।
নিজের টেবিলে ফাইল আড়াআড়ি
বসের টেবিলেই বেশি খবরদারি।
তেল দিয়ে তামা ভাজে মুখে বলে মুক্তা
কাজ না করিলেও চাকরী তাহার পোক্তা।
কাজ কম কথা বেশি খালি পাতিল বাজে বেশি।
কর্মঠ আজ ধূলায় লুটুপুটি
কৈ এর তেলে কৈ ভাজে
নিজে হয়েছে স্বরপুটি।
ভাল কিংবা মন্দে কথায় কথায় বাহবা।
নিজের টেবিলে ফাইল আড়াআড়ি
বসের টেবিলেই বেশি খবরদারি।
তেল দিয়ে তামা ভাজে মুখে বলে মুক্তা
কাজ না করিলেও চাকরী তাহার পোক্তা।
কাজ কম কথা বেশি খালি পাতিল বাজে বেশি।
কর্মঠ আজ ধূলায় লুটুপুটি
কৈ এর তেলে কৈ ভাজে
নিজে হয়েছে স্বরপুটি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২০/০৯/২০১৫ভাল সুবাস দিয়েছেন ত কবি বন্ধু !!
-
নাসিফ আমের চৌধুরী ১৯/০৯/২০১৫
-
ইমরান কবির রুপম ১৯/০৯/২০১৫বেশ
-
দ্বীপ সরকার ১৯/০৯/২০১৫খুব ভালো লাগলো।